স্বর্ণ ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নেতৃবৃন্দের সাথে সফল আলোচনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতেই ঘোষিত ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
এনবিআর চেয়ারম্যানের নির্দেশে এবং এফবিসিসিআই এর সভাপতির অনুরোধে শুল্ক গোয়েন্দার সদরদপ্তরে বাজুস নেতাদের সাথে এই আলোচনা হয়।
শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান এর সভাপতিত্বে এই সভা হয়। বাজুসের পক্ষে সিনিয়র সভাপতি এমএ হান্নান আজাদ ৮ সদস্য দলের নেতৃত্ব দেন।
রাত ৮:৩০ থেকে ১০ পর্যন্ত এই আলোচনা চলে।
আপন জুয়েলার্সের ৫টি দোকানে গত ১৪-১৫ মে শুল্ক গোয়েন্দার অভিযানে ১৩.৫ মণ স্বর্ণ ও ৪২৭ গ্রাম ডায়ামন্ড আটকের পর অন্যদের আতঙ্কিত না হওয়ার জন্য আশ্বস্ত করা হয়। সুনির্দিষ্ট অভিযোগ ও অনুসন্ধানের ভিত্তিতে এবং প্রমাণের আলোকে আপন জুয়েলার্সে উক্ত অভিযান পরিচালিত হয়।
আজ বিকেলে আমিন জুয়েলার্সের নিউমার্কেট শাখায় ধানমন্ডির ভ্যাট অফিস থেকে নিয়মিত চেক হওয়াকে কেন্দ্র করে সৃষ্ট ভুল বুঝাবুঝির প্রেক্ষিতে তারা আজ বিকেলে ধর্মঘটের ডাক দেয়। সফল আলোচনার পর এই ধর্মঘট তুলে নেয়া হয়।
সভায় স্বর্ণ ব্যবসার বর্তমান সমস্যার সুষ্ঠু সমাধান নিয়ে আলোচনা হয়।