ক্রেডিট কার্ডের সুদ হার কমাতে হবে অন্তত ২৫ ব্যাংকের
ক্রেডিট কার্ডের সুদ হার কমাতে হবে অন্ততপক্ষে ২৫ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংকের সদ্য জারি করা নির্দেশনার ভিত্তিতে তাদের এই সুদ হার কমাতে হবে। তবে ব্যাংকাররা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনা বাস্তবায়ন কঠিন, বিষয়টি নিয়ে এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সভায় আলোচনা করে প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের কাছে নির্দেশনা পুনর্বিবেচনার আবেদন করা হবে। আর বাংলাদেশ ব্যাংক বলছে, এ নির্দেশনা ব্যাংকগুলোকে অবশ্যই পালন করতে হবে।
স্বাদ আর সাধ্যের সমন্বয়ের চিন্তা থেকেই ক্রেডিট কার্ডের জন্ম। মানুষের সাধ্য বাড়ানোর এই সুযোগের জন্য গুনতে হচ্ছে চড়া মাশুল। ব্যাংক ঋণের সুদ হার যেখানে কমে প্রায় একক অংকের ঘরে তখন, ক্রেডিট কার্ডের জন্য গুনতে হচ্ছে তিন গুনেরও বেশি সুদ। যার সর্বোচ্চ সীমা ছুয়েছে ৩৬ শতাংশ পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ৩০ শতাংশের বেশি সুদ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং দি সিটি ব্যাংক। আর ৩০ শতাংশ হারে সুদ নিচ্ছে ইবিএল, এক্সিম, ব্যাংক এশিয়া, ব্র্যাক, মিডল্যান্ড, মার্কেন্টাইল, মিউচ্যুয়াল ট্রাস্ট, এনসিসি, প্রাইম, সাউথইস্ট, স্ট্যান্ডার্ড, ট্রাস্ট ও ইউনাইটেড কমার্স ব্যাংক। অথচ এই ব্যাংকগুলোর ভোক্তা ঋণের সুদ হার ৯ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪ শতাংশ।
এই সুদ হারের লাগাম টানতে নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, ভোক্তা ঋণের চেয়ে সর্বোচ্চ ৫ শতাংশ বেশি নেয়া যাবে ক্রেডিট কার্ড ঋণের সুদ। সে হিসেবে ২৫টি ব্যাংককেই তাদের ক্রেডিট কার্ডের সুদ কাতে হবে অন্তত ১০ শতাংশ। এই নির্দেশনা মানা কঠিন হবে বলে মনে করছেন সিনিয়র ব্যাংকার এবিবি'র সাবেক সভাপতি মো. নূরুল আমিন।
বাংলাদেশ ব্যাংক বলছে, সার্বিক বিবেচনাতেই এই নির্দেশনা দেয়া হয়েছে। ব্যাকগুলোকে তা মানতে হবে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভংকর সাহা মনে করেন, গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় এক নতুন মাইলফলক হবে এই নির্দেশনা।