সালমান এফ রহমান অ্যাটকোর নতুন প্রেসিডেন্ট
বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকোর নতুন প্রেসিডেন্ট হয়েছেন ইন্ডিপেডেন্ট টেলিভিশনের চেয়ারম্যান সালমান এফ রহমান। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট হয়েছেন একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং দেশ টিভি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান।
মিডিয়ার উন্নয়নে সকলকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যাশার কথা জানিয়েছে নতুন কমিটি।
দেশের মানুষের তথ্য ও বিনোদনের চাহিদা মেটাতে বর্তমানে সম্প্রচারে রয়েছে প্রায় ৩০টি ব্যক্তি মালিকানাধীন টেলিভিশন চ্যানেল। সম্প্রচারের অপেক্ষায় রয়েছে আরো প্রায় দশটি চ্যানেল। সম্প্রসারিত এবং বিকাশমান এ শিল্পকে এগিয়ে নিতে কাজ করে টেলিভিশন চ্যানেল ওর্নার্স এসোসিয়েশন বা অ্যাটকো।
সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচন করতে রাজধানীর এক হোটেলে নির্বাচনের আয়োজন হয়। ১৪ জন পরিচালকের ভোট শেষে মনোনীতদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
বর্তমান পরিস্থিতিতে এ শিল্পের বিকাশ এবং টিকে থাকা নিশ্চিত করার চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায় নতুন এ কমিটি। গঠনতন্ত্রের আলোকে আগামী দু’বছরের জন্য দায়িত্ব পালন করবে ১৫ সদস্যের এ কমিটি।