নীলফামারীতে ঘন ঘন লোড শেডিং জন জীবন অতিষ্ঠ প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও
শাহ মো:জিয়াউর রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি Channel 4TV :
ঘন ঘন লোড শেডিংয়ে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে। আজ দুপুরে এ ঘেরাওয়ের ঘটনা ঘটে। শহরের আদানীমোড়, কাঙ্গালুপাড়া, বকশা পাড়া, নিয়ামতপুর ও বাসটার্মিনাল এলাকার কয়েক শতাধিক লোক আদানী মোড় থেকে একটি মিছিল নিয়ে রংপুর রোড বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্র আবাসিক নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে। পরে মিছিলটি আদানীরমোড় এলাকা গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হাজী মঞ্জ, সাবেক মটর শ্রমিক ইউনিয়নের সেক্রেটারী মজনু, ব্যবসায়ী হামিদুল, আবুল কালাম, আহসান, সদরুল, আমিনুল, চাঁদমিয়া (চাঁন), ভুট্টু, বাদল, মিলু, ড্রাইভার মাসুদ ও কৃষক হবিবর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিদ্যুৎ বিতরণ কেন্দ্র থেকে সরাসরি সংযোগ ছিল আমাদের এলাকায়। কিন্তু নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহ মোটা অংকের টাকা নিয়ে বিতরণ কেন্দ্র থেকে সংযোগ বিছিন্ন করে বিসিক শিল্প নগরীতে সংযোগ দেয়। ফলে বিসিক শিল্প নগরী এলাকায় ১ ঘন্টা লোড শেডিং না হলেও আমাদের এলাকায় ১৩/১৪ ঘন্টা লোড শেডিং হয়। এতে করে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ায় মারাতœক সমস্যার সৃষ্টি হয়েছে। এছাড়া ব্যবসায়ীক কাজে সমস্যা সৃষ্টি হয়েছে। তাছাড়া ভ্যাপসা গরমে বিদ্যুৎ না থাকায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। ফলে শিক্ষার্থীসহ শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। সভায় বক্ত্যরা ২৪ ঘন্টার মধ্যে এর সুষ্ঠ সমাধান দাবি করেন। অন্যাথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন। এ ব্যাপারে বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহ্ বলেন, বিদ্যুৎ সংকটের কারণে লোড শেডিংয়ের ঘটনা ঘটে। তারপরও আমরা গ্রাহকদের চাহিদা পূরণ করছি।