পঞ্চগড়ের দেবীগঞ্জে স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত
দেবীগঞ্জ(পঞ্চগড়) থেকে সংবাদদাতা। “আমার স্বাস্থ্য আমার উন্নতির সোপান” এই স্লোগান নিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জে স্বাস্থ্য মেলা সমিতির ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি দেবীগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে সমিতির ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবীগঞ্জের সূয্যের হাসি ক্লিনিক, স্বনির্ভর বাংলাদেশ এ মেলার সার্বিক আয়োজন করেন।
পঞ্চগড়ের জেলা প্রশাসক অমল কৃষœ মন্ডল সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। স¤œানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক শিক্ষা সচিব ও সূর্য্যরে হাসি ক্লিনিক স্বনির্ভর বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম খান(এনআইখান) । বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে দেশীয় প্রতিনিধি পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ডা. হালিদা হানুম আখতার, সিভিল সার্জন ডা. পিতাম্বর রায়। অন্যদের মধ্যে পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহম্মেদ, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সিদ্দিকুর রহমান, দেবীগঞ্জে ইউএনও ফিরুজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রনজিৎ কুমার বর্মন, টেপ্রীগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম রহমান সরকার। স্বাগত বক্তব্য প্রদান করেন, এনজিও হেলথ সার্ভিস ডেলিভারী প্রজেক্ট ,স্বনির্ভর বাংলাদেশ রফিকুল ইসলাম। উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জজ সভায় সভাপতিত্ব করেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,এনজিও প্রতিনিধি,স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ র্যালী ও আলোচনায় অংশ নেন। মেলায় কমিনিউটি ক্লিনিক সহ ও ১৫টি স্বাস্থ্য সেবার স্টলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। সভা শেষে অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন।