ডিজিটাল বাংলাদেশে চালের বাজার অস্থিতীতিশীল কেন?
গাইবান্ধা প্রতিনিধি: মোঃ মোছাব্বের হোসেন (শান্ত) Channel 4TV
দেশে চালের সংকট না থাকলেও চালের দাম বেড়েই চলেছে। এটা অত্যান্ত দুঃখ জনক। ক্রেতার স্বার্থ বলে যদি কিছু থাকতো তাহলে এটার অরাজোকতা সৃষ্টি হত না। মুনাফা লোভী ব্যবসায়িদের এমনিতেই কোন ছলের অভাব নেই। অথচ বাজারে এর কোন প্রভাব পড়ার কোন কারণও নেই বললেই চলে। এছাড়া বাজারে নতুন ধানের ছয়বাল আসতে শুরু হয়েছে নতুন চাল। এর পরেও দাম বেড়ে চলেছে চালের। তাই চালের মূল্য স্বাভাবি ও স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অতিবও জরুরী। গত ২-৩ মাস ধরে শুধু বেড়েই চলেছে চালের দাম। সুনির্দিষ্ট কারণ ছাড়াই ব্যবসায়িরা চালের দাম বেড়েই চলছে। বিশেষ মোটা চালের দাম নি¤œ আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাহিরীরে চলে যাচ্ছে। অন্য দিকে মৌসুম শেষ হওয়ার অজুহাত দেখিয়ে চালিয়ে বাড়িয়েছেন ব্যবসায়িরা। লাগামহীন ভাবে চালের দাম বাড়ানোর বেকায়দায় পড়েছেন নি¤œ আয়ের মানুষেরা। চালের দাম বাড়ানোর চিত্র ফুটে উঠেছে সাধারণ জনগণের মাঝে। বর্তমান বাজারে প্রতি কেজি মোট চালের ৪০/৪৫ টাকা দরে বিক্রি হচেছ। অন্য দিকে কৃষকরা ধান উৎপাদন করে খরচ তুলতে পারে না। অপর দিতে অতিরিক্ত দামে চাল কিনতে হয় ভোক্তাদের। সামনে রমজান মাস। এই রমজান মাসের ওজুহাত দেখিয়ে দ্রব্য মূল্যের দাম দোকানদাররা বাড়িয়ে দেয়। বর্তমান পরিস্থিতে যে অবস্থা দেখা যাচ্ছে। তাতে বোঝাা যায় লক্ষন খুব ভাল নয়। তাই অবিলম্বে বাজারে চালের মূল্য স্বাভাবিক রাখতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং পাশাপাশি যাতে রমজান মাসে বাজার অস্থিতিশীল না সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরী। এটা আমাদের সাধারণ মানুষের সরকারের প্রতি আশাবাদী।