সাঘাটা উপজেলায় পাউবো এর শত কোটি টাকার বাধের পার্শ্বে থেকে বালু তোলার মহা উৎসব
গাইবান্ধা প্রতিনিধি: মোঃ মোছাব্বের হোসেন (শান্ত) Channel 4TV :
দীর্ঘদিন ধরে নদীর তীরবর্তী, চিনিরপটল, সাথালিয়া, হুলদিয়া, বেড়া গ্রাম এলাকাা স্যালো মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড, (পাউবো) জানায় ২০১১ সালে যমুনার ভাঙ্গন রোধে নদীর তীরবর্তী শহর সংরক্ষণে এক শত পয়ত্রিশ কোটি টাকা ব্যয়ে সাঘাটা বাজার সংরক্ষণ এলাকায় রক্ষা বাধ প্রকল্প হাতে নেওয়া হয়। কাজটি শেষ হয় ২০১৬ সালের জুন মাসে। অদ্য সরে জমিনে দেখায় নদীর তীরবর্তী ঘেষে চিনিরপটল এলাকায় ৫/৬ টি স্যালোমেশিন বসিয়ে নদী থেকে বাল উত্তোলন করা হচ্ছে। সেই বালু পাইপের সাহায্যে নদীর তীরে স্তুপ করে জমা করা হচ্ছে। সেখান থেকে ট্রাক জোড়ে বালু কিনে নিয়ে যাচ্ছেন সাঘাটা শহর সহ গাইবান্ধার বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানে। একই চিত্র দেখা গেল , সাথালিয়া, হুলদিয়া, বেড়াগ্রাম সাথালিয়া, হুলদিয়া, বেড়া গ্রাম ১৫/১৮ টি মেশিন বসিয়ে নদীতে বা নদীর তীরে বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। অন্য দিকে বালু বিক্রি হচ্ছে প্রতি ট্রাক ১০০০ হইতে ১২০০ টাকা দরে। ঐ এলাকা থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ ট্রাক বালু উত্তোলন করা হয়। খোজ নিয়ে যায় সাঘাটা উপজেলার সাবেক ছাত্র লীগের সভাপতি জহুরুল ইসলাম ও তার লোকজন সাঘাটা উপজেলার কাটাখালী নদীর ত্রিমোহনীঘাট, রামনগর আদর্শগ্রাম সংলগ্ন এলাকায় সারা বছর নদীতে স্যাল মেশিন বসিয়ে বালু উত্তোলন করে। চিনির পটল গ্রামে ব্যবসায়ি মোজাহার আলী ৫৫, ছদরুল মিয়া ৫০ বলেন দীর্ঘদিন আন্দোলনের ফসল সাঘাটা শহর রক্ষা বাধ প্রকল্প। বায়স্তয়ন হওয়ায় এই এলাকায় নদী ভাঙ্গন বন্ধ আছে। এখন নদীর তীর সংলগ্ন এলাকা থেকে যে ভাবে প্রতিযোগিতা করে প্রতিদিন মেশিন দিয়ে বালু তোলা হচ্ছে তাতে সামনে বন্যায় আবারও ভাঙ্গনের আশাংসা করা হচ্ছে। সাঘাটা উপজেলার স্বাস্থ্য কম্পেক্স সহ অনেক সরকারি স্থাপনা সহ কয়েকটি গ্রাম। সাবেক চেয়ারম্যান একে ফজলুল হক বলেন এভাবে বালু উত্তোলন করলে আগামী বন্যায় সাঘাটা সহ ২০টি গ্রাম নদী গর্ভে বিলিন হয়ে যেতে পারে। এলাকার বাসীর পক্ষ থেকে অনেকবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিষয়টি লিখিত ভাবে অভিযোগ করা হলে তার কোন প্রতিকার পাওয়া যায়নি। এ বিষয়ে ঐ সাবেক ছাত্র লীগের নেতার সাথে কথা বলা হলে তিনি বলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের ম্যানেজ করে এ বালু উত্তোলন করা হয়। এলাকাবাসী অতি”: জরুরীভাবে মেশিন গুলো সরিয়ে নেওয়ার জন্য স্থানীয় সরকার ও মন্ত্রণালয়ের কাছে আকুল আবেদন।