মার্কিন সংবাদমাধ্যমের প্রতি ক্ষুব্ধ যুক্তরাজ্য ম্যানচেস্টার হামলা:
যুক্তরাজ্যের ম্যানচেস্টার এরিনায় কনসার্টে হামলার ছবি মার্কিন গণমাধ্যমে প্রকাশ হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে।
বৃহস্পতিবার ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেরেসা এ বিষয়ে কথা বলবেন।
বিবিসি জানায়, ম্যানচেস্টার এরিনায় হামলার পর ধ্বংসাবশেষ থেকে সংগ্রহ করা কিছু আলামতের ছবি বুধবার যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় পত্রিকা নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়। সেখান থেকে অন্যান্য মার্কিন সংবাদমাধ্যমসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়ে।
এছাড়া হামলার বেশকিছু তথ্য মার্কিন বিভিন্ন সূত্র মারফত প্রকাশ করা হয়েছে, যা ব্রিটিশ কর্তৃপক্ষ মোটেও পছন্দ করেনি। তাদের বিশ্বাস, হোয়াইট হাউজের চেয়ে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থায় এই ছবি ও তথ্য ফাঁসের হোতা থাকার সম্ভাবনা বেশি।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আলামতের ছবিগুলো ফাঁস হওয়ায় সেটি পুলিশের তদন্তকাজের ক্ষতি করছে এবং মার্কিন গোয়েন্দাবাহিনীর সঙ্গে পারস্পরিক আস্থা বিনিময়ের ক্ষেত্রেও সঙ্কট তৈরি হয়েছে।
প্রকাশ হওয়া ছবিতে বোমার রক্তমাখা টুকরো, ব্যাটারি এবং বিস্ফোরক জাতীয় বস্তুসহ লেবেলযুক্ত ছেঁড়া কাপড়ের অংশ দেখা যায়।
ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড বলেন, ব্রিটিশ পুলিশ অনুসন্ধান সংক্রান্ত কার্যক্রমের স্বার্থে তথ্যের নিয়ন্ত্রণ তারা নিজেদের কাছে রাখতে চায়। ফলে এটা অন্যান্য মাধ্যমে প্রকাশিত হলে তা অবশ্যই বিরক্তিকর।
হামলার ২৪ ঘণ্টার মধ্যেই মূল হামলাকারী সালমান আবেদির বিষয়ে তথ্য প্রকাশ করায় এর আগে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতি বিরক্তি প্রকাশ করেন অ্যাম্বার। তিনি বলেন, এমনটা আর কখনোই ঘটা উচিত নয়।
পুলিশের ধারণা সোমবার রাতের ওই হামলার পেছনে একটি নেটওয়ার্ক কাজ করেছে। নিরাপত্তা বাহিনীর বিশ্বাস, হামলায় ব্যবহৃত বিস্ফোরক হামলাকারীর নিজের তৈরি নয়। বোমার তৈরির সূত্র খুঁজে বের করতে তাদের জোর তৎপরতা চলছে।