নীলফামারী সৈয়দপুর শহর উন্নয়ণে ব্যাপক পরিকল্পনা পৌরসভার
শাহ মো: জিয়াউর রহমান, নীলফামারী : সৈয়দপুর শহর উন্নয়ণে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে পৌরসভা। ২০২০ সালের মধ্যে ওইসব প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার জানিয়েছেন। সম্প্রতি শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ উন্নয়নের রুপরেখা তুলে ধরেন। প্রকল্পগুলো হচ্ছে-ওয়াপদা মোড় হতে চিনি মসজিদ পর্যন্ত ড্রেন নির্মান, পাঁচমাথা মোড় হতে আলম প্রেস পর্যন্ত ড্রেন নির্মান, শেরে বাংলা রোড হতে এলএসডি-জসিম বাজার-দোলাপাড়া হয়ে ডাকবাংলো পর্যন্ত ড্রেন নির্মান, আদানী মোড় হতে পঞ্চনালা পর্যন্ত ড্রেন নির্মান, পাঁচমাথা মোড় হতে নর্দান কোল্ড স্টোরেজ পর্যন্ত রাস্তা নির্মান, ১০ নং ওয়ার্ডে মোল্লা রোড কাজীরহাট হতে পশ্চিম পাটোয়ারীপাড়া ব্রীজ পর্যন্ত রাস্তা কার্পেটিং করন ও আরসিসি ড্রেন নির্মান, ৪ নং ওয়ার্ডে নয়াটোলা খানকা গেট হতে পশু হাসপাতাল মোড় পর্যন্ত রাস্তা ও আরসিসি ড্রেন নির্মান, ৭নং ওয়ার্ডে দারুল উলুম রোড ডাক বাংলো মোড় হতে বঙ্গবন্ধু রোড পর্যন্ত রাস্তাা কার্পেটিং করন ও ড্রেন নির্মান, দিনাজপুর রোডের ব্যাকবোন ড্রেন হতে দোহলা ব্রীজ এবং কুন্দল কোল্ড স্টোরেজ হতে দোহরা ব্রীজ পর্যন্ত ড্রেন নির্মান, অফিস বিল্ডিং নির্মান, কিচেন মার্কেট নির্মাণ, সুপার মার্কেট নির্মাণ, হাট-বাজার নির্মাণ, ট্রাক টার্মিনাল নির্মান, বাস টার্মিনাল নির্মাণ, কসাইখানা নির্মাণ, শিশু পার্ক নির্মাণ এবং এছাড়াও পৌরসভার বিভিন্ন রাস্তা ও ড্রেন সংস্কার ও নির্মান করন। এমজিএসপি, এডিপি ও রাজস্বের প্রকল্প খাত থেকে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে।