ঝিনাইদহে বাল্য বিয়ে প্রতিরোধে বাইসাইকেল বিতরণ
জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ Channel 4TV
ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা নারী উন্নয়ণ ফোরামের উদ্যোগে নারী ও শিশু উন্নয়নে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধে স্কুলের মেয়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে বিভিন্ন বিদ্যালয়ের ১০জন মেয়েকে বাইসাইকেল দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরিফা আক্তার, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আইনাল হক প্রমুখ। একই অনুষ্ঠানে ৪ জনকে সেলাই মেশিন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ৫০টি সোলার প্যানেল বিতরণ করা হয়।