জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষনা
আব্দুস সাত্তার সাভার Channel 4TV :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া পরিস্থিতি শান্ত রাখতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষনা ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ভিসির বাসভবনে ভাঙ্গচুরের ঘটনায় ৪০ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আশুলিয়া থানায় ৩০ জনের নামে ও অজ্ঞাত ৪০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করে।
শুক্রবার সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় গতকাল শনিবার ঢাকা-অরিচা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে পুলিশ টিয়ারসেল ও লাটিচার্জ করে তাদের মহাসড়ক থেকে সড়িয়ে দেয়। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা ভিসির বাসভবন ঘেরাও করে ভাঙ্গচুর চালায় ও দুই শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে পুলিশ ৪০ শিক্ষার্থীকে আটক করে।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেন ও হল ছাড়ার নির্দেশ দেন।