মুন্সীগঞ্জে রমজানে ভেজাল খাদ্য বন্ধে মনিটরিং জোরদার করা হবে পুলিশ সুপার জায়েদুল আলম (পিপিএম)
মো. রুবেল মাদবর Channel 4TV :
পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম (পিপিএম) বলেন পবিত্র মাহে রমজান মাসে ভেজাল মুক্ত পণ্য বিক্রয় ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার করা হবে এবং এর পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাবে। এছাড়া রমজান মাসে যাতে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা না ঘটে সে লক্ষে সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে নির্দেশ দেন।তিনি আরো বলেন কোন ব্যবসায়ী যাতে বাজার মূল্য থেকে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করতে না পারে সে জন্য সকলকে সচেতন থাকতে হবে।
জেলা পুলিশ সুপারের আয়োজনে শনিবার সকালে মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় সভায় পুলিশ সুপার এ কথা বলেন ।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. অজয় চক্র বর্তী, মুন্সীগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক তাহমিনা বেগম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, আইনজীবী সমিতি মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পল্টু, মুন্সীগঞ্জ সেনেটারী ইন্সপেক্টর গাজী মোহাম্মদ আমিন,প্রমূখ।
এ মত বিনিময় সভায় মুন্সীগঞ্জের ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন।