বিএনপির নেতাকর্মীদের প্রতি নির্দেশ উপকূলে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে
নেতাকর্মীদের উপকূলে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার নির্দেশ দিয়েছে বিএনপি। ঘূর্ণিঝড় ‘মোরা’র সম্ভাব্য আঘাতে ক্ষতিগ্রস্ত জনসাধারণের পাশে দাঁড়াতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের এই নির্দেশনা দিয়েছেন।
সোমবার দিবাগত রাতে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান। তিনি জানান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশ মোতাবেক দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ‘নিজেরা (নেতাকর্মীরা) সতর্ক থেকে সর্বসাধারণের পাশে দাঁড়াতে হবে।’
দলীয় সূত্র জানা গেছে, ইতোমধ্যে চট্টগ্রাম বিভাগীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছেন বিএনপির সিনিয়র নেতারা। পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নেতাকর্মীদের সতর্ক থেকে জনসাধারণের পাশে থাকতে বলা হয়েছে।
এদিকে মোরা’র আঘাতের পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বিএনপি।
উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং এগুলোর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার ভোর থেকে ১৩৫ কিমি বেগে ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে কক্সবাজার জেলার উপকূলীয় অসংখ্য গ্রাম প্লাবিত হয়েছে। সোমবার রাতে সমুদ্রে জোয়ারের পানি স্বাভাবিক উচ্চতার চেয়ে বেড়ে যাওয়ায় উপকূলের এসব গ্রাম প্লাবিত হয়। কক্সবাজারে দ্বিতীয় দফায় তীব্রবেগে বাতাস বইয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।