জাবি শিক্ষার্থীরা শিক্ষাজীবন নিয়ে উদ্বিগ্ন
সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণায় আবারো সেশনজটের কবলে পড়তে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই পরিস্থিতিতে ঠিক কবে থেকে আবার স্বাভাবিক শিক্ষাকার্যক্রম শুরু হবে তা নির্দিষ্ট করে বলতে পারছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ কারণে শিক্ষাজীবন নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বিশ্ববিদ্যালয়টির প্রায় ১২ হাজার শিক্ষার্থী। কবে তারা শিক্ষাজীবন শেষ করতে পারবেন তা নিয়ে অনিশ্চিতয়তায় ভুগছেন। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি কর্মক্ষেত্রে প্রবেশে পিছিয়ে পড়ার শঙ্কা প্রকাশ করছেন তারা।
খোঁজ নিয়ে জানা যায়, অধ্যাপক ড. শরীফ এনামুল কবির উপাচার্য থাকার সময় এ শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রায় সেশনজটমুক্ত থাকলেও পরবর্তীতে উপাচার্যবিরোধী আন্দোলনসহ বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয়ে ছয় মাস থেকে এক বছরের সেশনজটের সৃষ্টি হয়েছে। ২০১২ সালে টানা সাড়ে তিন মাস ধরে উপাচার্য বিরোধী আন্দোলনে অধিকাংশ সময় স্থবিরতা বিরাজ করে ক্যাম্পাসে।
পরবর্তীতে অধ্যাপক ড. ফারজানা ইসলাম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর শিক্ষাকার্যক্রম শুরু হলেও থেকে যায় দীর্ঘ সেশনজট। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৪২তম আবর্তনের (২০১২-১৩ সেশন) শিক্ষার্থীদের মাস্টার্সে থাকার কথা থাকলেও অধিকাংশ বিভাগে মাস্টার্সে রয়েছেন ৪১তম আবর্তন (২০১১-১২ সেশন)।
বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীনে ৩৪টি বিভাগ ও দুটি ইন্সটিটিউটের মধ্যে আইবিএ, বাংলা, নৃবিজ্ঞান, সরকার ও রাজনীতি, ম্যানেজমেন্ট, মার্কেটিংসহ কয়েকটি বিভাগে সেশনজট না থাকলেও অধিকাংশ বিভাগেই ছয় মাস থেকে এক বছরের সেশনজট রয়েছে। এর মধ্যে, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ভূতাত্ত্বিক বিজ্ঞান, নাটক ও নাট্যতত্ত্ব, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, অর্থনীতি, নগর ও অঞ্চল পরিকল্পনা, ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সেশনজট প্রায় এক বছরেরও বেশি।
শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, মে মাসের প্রথম দিক থেকে বিশ্ববিদ্যালয়ের ইংরেজী, ইতিহাস, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ, চারুকলা, প্রত্নতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, রসায়ন, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, ফার্মাসি, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স, পরিসংখ্যান, পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের ফাইনাল পরীক্ষা চলছিলো। পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষার শেষ হওয়ার কথা ছিলো ঈদ-উল-ফিতরের ছুটির আগেই।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের একাধিক শিক্ষক চ্যানেল আই অনলাইনেকে জানান, সেশনজট কমিয়ে আনার লক্ষ্যে গ্রীষ্মকালীন ছুটিতেও অধিকাংশ বিভাগের ফাইনাল পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। কিন্তু অনির্দিষ্টকালীন ছুটি ঘোষণায় বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ক্লাস ও পরীক্ষাসমূহও অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়। এতে করে সেশনজটের শঙ্কা আরো বেড়ে গেলো।
বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৌরভ দাস পার্থ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘প্রতি বছর ভর্তি পরীক্ষা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সাথে। কিন্তু ক্লাস শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিন মাস পরে। এখন আবার হঠাৎ হল ভ্যাকেন্ট! শিক্ষার্থীরা বাচ্চা বাচ্চা চেহারা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় আর বের হওয়ার সময় চুল দাড়ি পেকে যায়। তার উপর আবার এমন একটা সময় হল ভ্যাকেন্ট এর সিদ্ধান্ত আসলো যখন বেশ কয়েকটা বিভাগের ফাইনাল পরীক্ষা চলে।’
বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে শিক্ষার্থী রাজু ইসলাম ইথু বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের চেয়ার রক্ষায় শিক্ষার্থীদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিলেন। আন্দোলন বন্ধের হাতিয়ার হিসেবে হল ভ্যাকেন্টের এই সংস্কৃতি বিশ্ববিদ্যলয়গুলোকে প্রতিযোগীতার বিশ্বে পিছিয়ে দিচ্ছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক সিদ্দিকুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আগে থেকেই বিশ্ববিদ্যালয়ে প্রায় ৬ মাসের দীর্ঘ সেশনজট ছিলো, হঠাৎ ফাইনাল পরীক্ষা স্থগিত করায় এখন সেশনজট আরো বেড়ে যাবে। গত শনিবার জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রীষ্মকালীন ছুটি থাকায় আমি উপস্থিত ছিলাম না। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক-শিক্ষার্থীদের সাথে বসে যে সিন্ধান্ত নিবেন সে সিদ্ধান্তই আমরা মেনে নেবো।’
উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ছাত্র-ছাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য আমরা দুঃখিত। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে সিন্ডিকেট সভার মাধ্যমে অনির্দিষ্টকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট মোকাবেলার পর অ্যাকাডেমিক সিন্ধান্তের মাধ্যমে এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় খোলার পর দ্রুত সেশনজট কাটিয়ে উঠার জন্য চেষ্টা করা হবে।’
গত ২৭ মে রাতে উপাচার্য বাসভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ছাত্র-ছাত্রীদেরকে ২৮ মে সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়।
পাশাপাশি বিশ্ববিদ্যালয় না খোলা পর্যন্ত সকল প্রকার ক্লাস এবং পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়।