তীব্র পানি সংকট রাজধানীতে
তীব্র পানির কষ্টে দুর্বিষহ রাজধানীর অনেক এলাকার মানুষের জীবন। অবস্থা এমন ঠেকেছে যে কোথাও কোথাও গেলো ৮/১০দিনে পানি আসছে না এক ফোঁটাও।
ফলে রোজার এই সময় অনেকটা মানবেতর জীবনযাপন করছে অসহায় নগরবাসী। হঠাৎ বলা কওয়া ছাড়া পানির এই সংকটের কী কারণ? এ নিয়ে মুখ বন্ধ ওয়সার। হবেইবা না কেন? পানির অপর নাম তো জীবন! সেই জীবন বাঁচানোর চেষ্টায় রাজধানীর মীর হাজীরবাগে মানুষের এই প্রতিযোগিতা। টানা ১৫দিন পানি আসছে না এই এলাকায়। তাই ওয়সার গাড়িতে আনা এই পানিই শেষ ভরসা। তাও কি খুব সহজে মিলেছে? তা কিন্তু নয় পানির কষ্ট সইতে না পেরে এলাকাবাসী বিক্ষোভ শুরু করলে, জরুরি ভিত্তিতে গাড়ি পাঠায় ওয়াসা।
স্থানীয়দের অভিযোগ, পানির সংকট নিয়ে এর আগ পর্যন্ত কেউ খোঁজ নেয়নি তাদের। পানির এই সংকট শুধু রাজধানীর যাত্রাবাড়ীর এই অঞ্চলে নয়, শহরের কোথাও না কোথাও রোজার আগ থেকে চলছে মানুষের এই দুর্ভোগ। এ নিয়ে সরগরম ফেসবুকের দেয়ালও। হঠাৎ কি কারণে পানির এই সংকট? এ নিয়ে কথা বলতে রাজি হননি ওয়াসা প্রধান কার্যালয়ের কোনো কর্মকর্তাই।