ইইউ-চীন জলবায়ু চুক্তি বিষয়ে যৌথ বিবৃতি দেবে
প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে একটি যৌথ বিবৃতি দিতে সম্মত হয়েছেন চীন ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা। ওই বিবৃতির খসড়ায় প্যারিস জলবায়ু চুক্তিকে অতীতের যেকোন সময়ের চেয়ে অপরিহার্য বলে উল্লেখ করা হয়েছে।
খসড়ায় চুক্তিটিকে সর্বোচ্চ রাজনৈতিক প্রতিশ্রুতি হিসেবে বলা হয়েছে বলে জানায় বিবিসি।
গত এক বছরেরও বেশি সময় ধরে চীন ও ইইউ জলবায়ু পরিবর্তন এবং পরিচ্ছন্ন জ্বালানি বিষয়ে একমত হয়ে যৌথ বিবৃতি প্রকাশের পেছনে আড়ালে কাজ করে যাচ্ছিল। শুক্রবার বেলজিয়ামে ব্রাসেলস সম্মেলনের পর ওই যৌথ বিবৃতি দেয়া হবে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়। তবে ট্রাম্প বৃহস্পতিবার এক ঘোষণার মধ্য দিয়ে বিষয়টি নিশ্চিত করবেন।
ট্রাম্পের ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র যদি সত্যিই প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসে, তবে চীন এবং ইইউ’র যৌথ বিবৃতি হবে যুক্তরাষ্ট্রের অবস্থানের প্রতিবাদ।
নির্বাচনী প্রচারের সময় থেকেই জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক চুক্তিগুলো থেকে যুক্তরাষ্ট্রের সমর্থন তুলে নেওয়ার কথা বলেছিলেন ট্রাম্প। অতীতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিকে ধাপ্পাবাজি বলেও বর্ণনা করেছেন তিনি।