বিপুল অস্ত্র ও গোলাবারুদ পলিথিনে মুড়ে বড় ট্রাভেল ব্যাগে রাখা হয়েছিল
রাজধানীর কাছে পূর্বাচল থেকে দুটি রকেট লাঞ্চার, এসএমজি, হ্যান্ড গ্রেনেডসহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ফায়ার সার্ভিসের ডুবুরিরা পলিথিনে মুড়ে কয়েকটি বড় ট্রাভেল ব্যাগে রাখা ওই অস্ত্রগুলো পূর্বাচলের দুটি পুকুর থেকে তুলে আনে।
অস্ত্রের উৎস খুঁজে বের করতে একজন ডিআইজির নেতৃত্বে ৪ সদস্যের তদন্ত কমিটি করেছে পুলিশ।
মাদক মামলায় গ্রেফতার হয়ে আদালত থেকে পালিয়ে যাওয়া শরীফ বুধবার গোয়েন্দা জালে ধরা পড়ে জিজ্ঞাসায় জানায়, পূর্বাচল পাঁচ নম্বর সেক্টরের দুটি পুকুরে কিছু ভারি অস্ত্র মজুদ করেছে সন্ত্রাসীরা।
এরপর তাকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাতের শেষে সেখানে শুরু হয় পুলিশের বিশেষ অভিযান।
এসময় এলাকা ঘিরে ফায়ার সার্ভিসের ডুবুরীদের সহায়তায় পুকুর দুটিতে তল্লাশি। পাওয়া যায় বিপুল অস্ত্র ও
বিপুল অস্ত্র উদ্ধারের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের আইজি একেএম শহীদুল হক।
পুলিশের আইজির দাবি, অস্ত্র মজুদের পেছনে নাশকতার উদ্দেশ্য থাকতে পারে। তাই ঘটনা অনুসন্ধানে ঢাকা রেঞ্জের ডিআইজির নেতৃত্বে পুলিশ হেড কোয়ার্টার ৪ সদস্যের কমিটি করেছে বলেও জানান তিনি।
এরই মধ্যে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। জিজ্ঞাসাবাদ করেছে সংশ্লিষ্টদের। অভিযানে পুলিশের সঙ্গে যোগ দেয় ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট। আসে সিআইড ক্রাইম সিন।
গ্রেফতার শরীফকে জিজ্ঞাসায় অস্ত্রের উৎসসহ সংশ্লিষ্টদের খুঁজে রেব করা যাবে দাবি পুলিশের।