জামালগঞ্জে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই সম্পন্ন
সুনামগঞ্জ প্রতিনিধি Channel 4TV :
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাই সম্পন্ন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ও মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে যাচাই বাছাই তালিকার ফলাফল নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দেওয়া হয়েছে। সংসদ সূত্রে জানা যায়, গত ৩০ মে ২০১৭ ইং, জামুকা স্বারক নং -১৬/৭৫৬ এর আলোকে জামালগঞ্জ উপজেলায় গত ২৩-০৫-১৭ ইং তারিখে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৩ দিন ব্যাপী উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার এড. আসাদ উল্লাহ সরকার, সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ, সদস্য মো. মুজিবুর রহমান চৌধূরী, উপজেলা মুক্তিযোদ্ধার ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম কলমদর, দপ্তর সম্পাদক আব্দুর রশিদ সহ উপজেলার সকল গণমাধ্যম কর্মীবৃন্দের উপস্থিতিতে সততা ও নিষ্টার সাথে যাচাই বাছাই সম্পন্ন করা হয়। জানা যায়, কমিটি কর্তৃক সর্ব সম্মতিক্রমে অনলাইনে দরখাস্থকারী ও গেজেট তালিকা ভোক্ত মো. হারিছ আলী, মো. আব্দুল করিম, মো. হানিফ, মোছা. গোলবাহার, মো. হরমুজ আলী, মৃত আব্দুর রজ্জাক, মৃত আব্দুল কাদির, মৃত ছাদ মিয়া, আলী হোসেন, কাজী আশরাফুজ্জামান, যোগেশ চন্দ্র দাস তালুকদার সহ ১১ জনকে মুক্তিযোদ্ধা হিসাবে গন্য করা হয়। চন্দনা রানী দাস, কৃষ্ণা রানী দাস, অঞ্জলী রানী তালুকদার, মো. মকবুল হোসেন সহ ৪ জনকে দ্বিধাভিক্ত তালিকায় রাখা হয়। বাকি ৬৭ জনকে বাতিল বলে গন্য করা হয়।