শ্রীপুরে কারখানার কালো ধোঁয়ায় অতিষ্ট জনজীবন
টি.আই সানি, গাজীপুর Channel 4TV :
গাজীপুরের প্রীপুরে এক কারখানার কালো ধোঁয়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। হুমকির মুখে পড়েছে শিশুসহ ফলজ ও বনজ গাছপালা। সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে যমুনা দাদা গ্রুপ, মুলাইদ গ্রামে ফিদা পাওয়ার লি: নামে বৈদ্যুতিক খুটি তৈরীর কারখানায় কাঠ ও কয়লা ব্যবহার করে ব্রয়লারের তাপে খুটি তৈরী করা হচ্ছে।কারখানাটির পাশে রয়েছে স্কুল ও কলেজসহ রয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়েই লোহার পাইপের নিচু চিমনি ব্যবহার করার ফলে কালো ধোয়া চার দিকে ছড়িয়ে পড়ছে। এর প্রতিবাদে ৩রা জুন শনিবার সকাল ১১টার সময় কারখানার সামনে কর্মসূচী পালন করেন স্কুল কলেজের শিক্ষার্থী ও শিক্ষক ও এলাকাবাসি। আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, এতে কারখানার আশপাশের ২ কি.মি. এলাকায় মানুষসহ গাছপালা, পশুপাখির ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। কালো ধোঁয়ায় শিশুদের নিউমোনিয়া ও হাঁপানির প্রকোপ বেড়ে গেছে।
মোছলেম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, কারখানার কালো ধোয়ার ফলে স্কুলের ছাত্র/ছাত্রীদের হাঁচি কাঁশির সাথে কালো কালো পদার্থ বের হচ্ছে। এলাকার বৃদ্ধ ও শিশুদের হাঁপানির প্রকোপ বেড়ে যাচ্ছে। দেখা দিচ্ছে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগ। মুলাইদ গ্রামের রাসেল মিয়া জানায়, কালো ধোয়া বন্ধের প্রতিবাদ করায় কারখানা অনেক দিন বন্ধ ছিল। তারা উন্নত চিমনি ব্যবহার করবে এমন শর্তে আবার ফ্যাক্টরী চালু করেছে। এতে এলাকার মানুষ, গাছপালা ও পশু পাখির বিভিন্ন রোগের প্রকোপ বেড়ে গেছে। শীত মৌসুমে কুয়াশার সাথের কালো ধোয়া মিশে গাছপালা ও ঘর বাড়ীর উপরে কালো আস্তরন পড়ছে। ফলে সবজিসহ ফসলের উপরে এর প্রভাব পড়ছে।
পরে কারখানার ম্যানেজার জাহিদ হোসেন জানান, মাত্র চার পাঁচ কারখানা চলবে এ কারনে পরিবেশ অধিদপ্তরের মৌখিক অনুমতি নিয়েই কারখানা চালু করা হয়েছে। এব্যাপারে কারখানার চেয়ারম্যান হারুন অর রশিদ, এবং দাদা গ্রুপের জি.এম রাশেদকে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।