ছাতক ধূমপানমুক্ত করতে ৪৯হাজার লিফলেট
চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ) Channel 4TV :
ছাতকে উপজেলা ধুমপানমুক্ত করতে ৪৯হাজার লিফলেট বিকরণ করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে ধুমপানমুক্ত সমজ গঠনে জনসচেতনতা সৃষ্ঠির লক্ষ্যে উপজেলা চেয়ারম্যানও বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান চৌধুরী বকুল এ উদ্যোগ নেন। এছাড়া ধূমপানমুক্ত সমাজ গঠনে ধূমপান ও পান সূপারি চিরতরে ত্যাগের মাধ্যমে বিনামূল্যে দাঁত স্ক্যালিঙ্গের অফার দেয়া হয়। এভাবে তিনি বাল্য বিয়ে, ধূমপান, চুরি-ডাকাতিও মাদকমুক্ত প্রশিক্ষিত একটি উন্নয়নশীল আধুনিক সমাজ গঠনে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহী ও তাদেরে দক্ষও কর্মঠ জনশক্তি হিসেবে গড়ে তোলতে নিয়েছেন নানা যূগান্তকারি উদ্যোগ। এক্ষেত্রে তিনি মাদক ও অপরাধ মুক্ত উপজেলা গঠনের লক্ষ্যে হাজার হাজার লিফলেট, ফেস্টুন ও ব্যানার বিতরনের মাধ্যমে সমাজের তৃণমূল পর্যায়েও জনসচেতনতা সৃষ্টির প্রয়াস চালিয়ে সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছেন বলে জানা গেছে।