কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাকে মারধর কর্মবিরতি,মানববন্ধন আজ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি Channel 4TV :
গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবৈধ সার্টিফিকেট বাণিজ্যে রাজি না হওয়ায় নার্সিং অফিসার নাজমুল আলমের উপর হামলা করেছে স্থানীয় মোবারক হোসেন লালন নামের সাবেক যুবলীগ নেতা। সোমবার দুপুর ১২টার দিকে হাসপাতালের জরুরী বিভাগে এ ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি ও মানববন্ধনের ঘোষণা দেয়।
নার্সিং অফিসার নাজমুল আলম জানায়, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি বিভাগের অপারেশন চালু হওয়ার সাম্প্রতিক সিদ্ধান্তে জরুরি বিভাগে আমি কর্মরত ছিলাম। আমি আমার নার্সদের সাথে অপারেশন বিষয় ও মিটিং বিষয়ে সমন্বয় করি। তখন ওই নেতা তাঁর সাঙ্গ পাঙ্গ নিয়ে জরুরি বিভাগে আসে। অবৈধ সুযোগ দেওয়ার জন্য আমাকে চাপ প্রয়োগ করে। এতে আমি রাজি হইনি। সে আমাকে দেখে নিবে বলে গালিগালাজ করে। আমি প্রতিবাদ করলে আমাকে নাকে মুখে কিল ঘুষি মেরে জখম করে এবং হাসপাতালের জিনিসপত্র তছনছ করে। এক পর্যায়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করে। এ ব্যাপারে মোবারক হোসেন লালন( ০১৭১৩৫২০১১৪) এর সাথে মোবাইলে যোগাযোগ করলে পাওয়া যায়নি।
সরেজমিনে গেলে স্থানীয়রা জানায়,হাসপাতালটি ঘিরে একটি কুচক্রিমহল দালাল চক্র সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করে চিকিৎসা সেবা ব্যাহত রাখছে। অবৈধ সার্টিফিকেট বাণিজ্য ও বাইরে থেকে প্যাথলজি টেষ্ট ও এক্সরে করতে হাসপাতাল কর্মকর্তাদের বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে। এসব সূত্র ধরে নাজমূলকে মারধর করে। বহিরাগতরা এসব অপকর্মে লিপ্ত রয়েছে বলে জানায় একাধিক সূত্র।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশৃংখলা সৃষ্টির বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি।