উজান ঢলে নবীগঞ্জের বাড়ী ঘর পানিতে নিমজ্জিত,পানি বন্দি হাজারও মানুষ,দেখা দিয়েছে পানিবাহিত রোগ।
ছনি চৌধুরীহ বিগঞ্জ প্রতিনিধি Channel 4TV :
জেলার নবীগঞ্জ উপজেলার প্রায় এলাকা উজান ঢলের পানিতে ভেসে যাচ্ছে। কয়েক দিনের টানা বৃস্টির পানি আর হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বয়ে যাওয়া ও উজান থেকে আসা সুরমা,কুশিয়ারার পানির ঢলে প্লাবিত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রতিদিন নতুন নতুন ঘর বাড়ী। পানি বন্দি হয়ে পরেছে ঘরবাড়ীর আর আশ্রয়হীন হয়ে পরেছে হাজার হাজার মানুষ,ভেসে যাচ্ছে গরু ছাগল আর হাসঁ মুরগী। বিশুদ্ধ পানির অভাবে দেখা দিয়েছে ডায়রিয়া সহ পানিবাহিত বিভিন্ন রোগ বালাই। নবীগঞ্জ উপজেলার ১নং ইউ পির বাল্লা জগন্নাথ পুর হিলাল পুর, সোনাপুর সহ অনেক জায়গা,২নং ইউপির সইলা,রাম পুর ,বাগাউড়া গ্রামের শেখ আরব আলীর বাড়ীর উত্তর পশ্চিম পাড়া, ৩নং ইউপির রাজ নগর মস্তফা পুর,৪নং ইউপির ,কসবা ,জামার গাওঁ,দীঘলবাক,রাধাপুর,৫নং ইউপি আলম পুর,হুনামপুর, ৬নং ইউপির বেরি গাওঁ ,৭নং ইউপি ঘুমমিয়া,পাঞ্জারাই, ১২ নং ইউপির লানপুর ,খইরা,খলিলপুর সহ আশে পাশের এলাকা প্লাবিত হয়ে দিন দিন বাড়ছে প্লাবিত এলাকা আর দেখা দিচ্ছে দূর্ভীক্ষ। এমনিতেই কিছুদিন পূর্বে অকাল বন্যায় নিয়ে গেল সকল কাচা ধান সহ হাওর ।এখন একদিকে রোজা আর অন্য দিকে অকাল বন্যার আবির্ভাব জনমনে হতাশা আর দূর্দশা ঘিরে রেখেছে চার দিকে। অচিরেই জন প্রতিনিধিগন ,সমাজ সেবক ও প্রশাসনের সহযোগীতা ন্ াপেলে প্লাবিত এলাকার মানুষ না খেয়ে জীবন ধারন করবে বলে জানায় বন্যাকবলিত এলাকাবাসী।