মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গতাজ তাজউদ্দীন আহমদরে স্মৃতি বিজড়িত বাড়ীটি পর্যটক কেন্দ্র রুপে স্বীকৃতি চাই
আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া রায়েদ ইউনিয়ন এলাকায় দৃষ্টি নন্দন নির্মান শৈলীর কারনে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রি বঙ্গতাজ তাজউদ্দীন আহমদরে স্মৃতি বিজড়িত শীতলক্ষ্য নদীর তীর ঘেষে গড়ে উঠা বাড়ীটি এক কালে এ অঞ্চলে অনেক পরিচিত ছিল। কিন্তু রক্ষনাবেক্ষন ও সংস্কারের অভাবে পুরনো বিভিন্ন স্থাপনা আজ কালের আর্বত্তে হারিয়ে যাচ্ছে। এছাড়া সরকারের আন্তরিকতায় এ তাজ বাড়ীটি সংস্কার করে দেশের বৃহত্তম পর্যটন নগরী হিসাবে গড়ে তুললে এ অঞ্চলের মানুষ ফিরে পেতো অতীত ঐতিহ্য।