আবগারি শুল্ক ও ভ্যাট কমানো হবে না: অর্থমন্ত্রী
ব্যাংক আমানতের উপর নতুনভাবে ধার্য্য আবগারি শুল্ক ও মুল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনে ১৫ শতাংশ ভ্যাট কমানো হবেনা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার বিকেলে সিলেট মদন মোহন কলেজ সরকারীকরণ উপলক্ষ্যে সরকারের কাছে সম্পত্তি হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আবগরী শুল্ক কমানোর সুযোগ নেই। তবুও এ বিষয়ে সংসদে আলোচনা শেষে তা পাশ হবে। তবে ১৫ শতাংশ ভ্যাট কোনভাবেই কমানো হবেনা।
কারণ ২০১২ সাল থেকে এ বিষয়টি ঝুঁলে আছে। গত বছর তা বাস্তবায়ন করার চেষ্টা করেছিলাম, হয়নি। কিন্তু এবার কোন ভাবেই ভ্যাটের হার কমানো হবেনা।
বাজেটে প্রস্তাবিত আবগারি শুল্ক ও সারচার্জ নিয়ে সারাদেশে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।আবগারি শুল্ক ও সারচার্জ প্রত্যাহার করা দরকার বলে মন্তব্যও করেছেন ১৪ দলের নেতারা।