যুক্তরাজ্যে আগাম নির্বাচনে ভোট চলছে। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়, এ ভোট। চলবে, রাত ১০টা পর্যন্ত।
কনজারভেটিভ প্রার্থী থেরেসা মে আর লেবার প্রার্থী জেরেমি করবিনের মধ্য থেকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন ব্রিটিশরা। ব্রেক্সিট ইস্যু নির্বাচনের মূল এজেন্ডা হলেও; সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় প্রাধান্য পাচ্ছে, জাতীয় নিরাপত্তা। নিবন্ধিত ভোটার রয়েছেন, ৪ কোটি ৭৬ লাখ। প্রার্থী রয়েছেন, তিন হাজার তিনশর কিছু বেশি। যার মধ্যে নারী প্রার্থী ২৯ ভাগ। নির্বাচন পূর্ববর্তী জনমত জরিপ বলছে, লেবার নেতা করবিনের চেয়ে এগিয়ে থাকবেন থেরেসা মে। তবে তরুণদের মধ্যে তিন-চতুর্থাংশ ভোটারই করবিনের পক্ষে।