সাভারে পুলিশের অভিযানে গোলাগুলিতে নিহত এক; আটক ২
আব্দুস সাত্তার, সাভার Channel 4TV : সাভারের বিরুলিয়ায় পুলিশের অভিযানে গোলাগুতিতে ইসমাইল নামে এক স্থানীয় সন্ত্রাসীর মৃত্যু হয়েছে।নিহতের পরিবারের দাবি পুলিশের গুলিতে নিহতে হয়েছে। তার মৃতদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রয়েছে। এ ঘটনায় স্থানীয় ইউপি মেম্বারসহ আটক দুই। বৃহস্পতিবার গভীর রাতে সাভারের বিরুলিয়ার শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল বিরুলিয়ায় এলাকার শহিদুল ইসলামের ছেলে। এ বিষয়ে নিহতের বড় ভাই আলাল হোসেন জানান, রাতে পুলিশ আল আমিন নামে এক ব্যক্তি গ্রেপ্তার করতে অভিযান চালায়। এসময় ইসমাইল ঘটনাস্থলে উপস্থিত ছিলো। এছাড়া ঘটনা স্থানে গ্রামবাসী জড়ো হয়। পুলিশ তাকে চলে যেতে বললে, সে ঘটনাস্থল থেকে যাওয়ার সময় পুলিশের ছোড়া গুলিতে ইসমাইলের গলায় গুলিবিদ্ধ হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক মৃত ঘোষনা করেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানায়, সাভারের বিরুলিয়ায় আল আমিন নামে এক সন্ত্রাসী গ্রেপ্তার করতে গেলে তার সহযোগী ইসমাইলসহ বেশ কয়েকজন পুলিশের ওপর হামলা চালায়। এসময় উভয় পক্ষের গোগুলিতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ইসমাইল গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। এদিকে আল আলামিন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে পুলিশ আল আমিনের শশুর ইউপি মেম্বারসহ দুইজনকে আটক করেছে। তবে এ ব্যাপারে পুলিশ ক্যামারের সামনে কথা বলতে রাজি হয়নি।