পরিবেশক ও টেরিটোরি অফিসার সাব্বির অতিরিক্ত মূল্যে সিগারেট বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন প্রতিদিন লক্ষ লক্ষ টাকা।
সরজমিন প্রতিবেদন আল-আমীন ,সিনিয়র স্টাফ Channel 4TV : মেহেরপুরে জেলার গাংনী উপজেলার বিভিন্ন বাজারের গিয়ে দেখা যায় সাধারন গ্রাহরদের সাথে বৃট্রিশ আমেরিকা টোবাকোর কোস্পানীর প্রতারনা , পরিবেশক দেশ ট্রেডাস যোগসাজোসে অতিরিক্ত মূল্যে সিগারেট বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন প্রতিদিন লক্ষাধিক টাকা। বাঁশবাড়ীয়া বাজার থেকে আজ শুক্রবার মিঃ অরুন এক প্যাকেট ডার্বি ক্রয় করেন প্যাকেটের দাম লেখা আছে। ২৩/টাকা কিন্ত দোকানদার দাম নেন ৩৫টাকা ।চিৎলা বাজারে থেকে জলিল এক প্যাকেট ডার্বি ক্রয় করেন প্রতি প্যাকেট দাম নেন ৩০ টাকা করে। কিছু অসাধু ব্যাবসায়ীরা অতিরিক্ত মুনাফার লোভে সিগারেট ক্রয় করে গোডাউন জাত করছে আর রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
বাজেটে নি¤œ মানের সিগারেটের দামবৃদ্ধির ঘোষনার সাথে সাথে বৃট্রিশ আমেরিকা টোবাকোর টেরিটোরি অফিসার জোর পূর্বক তাদের সিগারেটের দাম পাকেট প্রতি ২ টাকা করে বৃদ্ধি করে দিয়েছে।
দেশ ট্রেডাসের একাধিক সেলস ম্যান নাম প্রকাশ না করারা শর্তে জানান মেহেরপুরে জেলায় প্রতিদিন ডার্বি সিগারেটের চাহিদা প্রায় ৫০ হাজার প্যাকেট । টেরিটোরি সেলস অফিসার সাব্বির আহম্মেদ বিক্রয় কর্মীদের প্যাকেট প্রতি অতিরিক্ত ৭ টাকা আবার কোথাও ১২ টাকা বেশী দামে বিক্রি করার জন্য নির্দেশ দিয়েছেন।এ থেকে প্রতিদিন ব্যবসায়ীদের ঠকিয়ে অতিরিক্ত লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে তারা। এ আয় টেরিটোরি অফিসার সাব্বির আহম্মেদ ও পরিবেশক মিলে ভাগাভাগি করে নিচ্ছে। তাই আমরা (বিক্রয় কর্মীরা) এ অতিরিক্ত মূল্যে সিগারেট বিক্রিতে অসম্মতি জানিয়েছে। অসম্মতি জানানোর কারনে চলতি মাসে তাদের বেতনের শতকরা ১৫-২০ ভাগ টাকা কর্তন করা হয়েছে বলে অভিযোগ করেছে বিক্রয় কর্মীরা। বিক্রয় কর্মীরা আরো জানান গত বছরও একই ভাবে তিনি অতিরিক্ত মূল্যে সিগারেট বিক্রি করার জন্য চাপ দিয়েছিলেন। এতে যে সকল বিক্রয় কর্মী তার কথার প্রতিবাদ করেছিল তাদের বেতন কর্তন করা হয়। এ বেতন কর্তন নিয়ে আন্দোলন করার করানে ৬ জন কর্মচারিকে চাকুরীচ্যুত করার হয়।
মেহেরপুর টি এস ও পারভেজ জানান, গত শনিবার থেকে সিগারেট অতিরিক্ত মূলে বিক্রি করা হচ্ছে। তিনি আরো বলেন টেরিটেরি সেলস অফিসার সাব্বির আহম্মেদ এর সাথে কথা বলেন তিনি যে ভাবে আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশ মেনে কাজ করছি। তবে বেতন কর্তনের বিষয়ে টেরিটরি অফিসার যোগাযোগ করা হলে তিনি মোবাইল সংযোগ কেটে দেন। মেহেরপুর টেরিটোরি সেলস অফিসার সাব্বির আহম্মেদ জানান আমাদের সিগারেটের মূল্য বেশী নেয়া হচ্ছে না। আমাদের মূল্য নির্ধারণ করে লিখিত অনুমোদন দিয়েছে এনবিআর। তবে এনবিআরের অনুমোদন দানের সঠিক কোন দলিল তিনি দেখাতে পারেননি। যদি অনুমোদন পেয়ে থাকেন তাহলে প্যাকেটের গায়ে লেখা মূল্যের সাথে অমিল কেন জিজ্ঞাসা করলে তারও কোন সদোত্তর দিতে পারেননি।