বাগমারায় শিক্ষককে হত্যা থানায় মামলা আটক ১
রাজশাহী ১০১ জুন ২০১৭ রাজশাহীর বাগমারা উপজেলার খাঁপুর গ্রামের মাদরাসার শিক্ষক আবুল কালামকে (৩৪) কুপিয়ে হত্যার ঘটনায় বাগমারা থানায় হত্যা মামলা করেছেন নিহতের বাবা মফিজ উদ্দীন। শনিবার দুপুরে নিহতের বাবা মফিজ উদ্দীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় বাগমারা থানা পুলিশ গোলাম মোস্তফা (৪০) নামে একজনকে আটক করেছে। প্রাথমিক ভাবে আটক কৃতকে জিজ্ঞাসা বাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, ব্যক্তিগত দন্ডের জের ধরে এই হত্যাকা-ের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য খাঁপুর গ্রামের গোলাম মোস্তফাকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। ওসি বলেন, নিহত আবুল কালামের বাবা মফিজ উদ্দীনের দায়ের করা মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। আর সকালে নিহত আবুল কালামের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই হত্যাকা-ের ঘটনায় কারা জড়িত ছিল তাদের শনাক্ত করার জন্য চেষ্টা চলছে বলেও জানান তিনি। উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাগমারা উপজেলার খাঁপুর গ্রামে মাদ্রাসার শিক্ষক আবুল কালামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আবুল কালাম খাঁপুর দাখিল মাদ্রাসার শরীরচর্চার শিক্ষক ছিলেন। সন্ধ্যায় ইফতারের পর বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে তিনি খাঁপুর বাজারে একটি চায়ের দোকানে চা পান করছিলেন। এ সময় কেউ তাকে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা করে। তার নিহতের লাশের মাথায়, পেট ও বুকে ধারালো অস্ত্রের আঘাত ছিল।