১৫ ফেব্রুয়ারির মতো নির্বাচন আর হবে না: ওবায়দুল কাদের
আগামীতে আর কখনোই ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি কিংবা মাগুরা মার্কা নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে প্রধান নির্বাচন কমিশনারের অধীনে।
সারাদেশ থেকে আসা ছাত্রলীগ নেতাদের নিয়ে কেন্দ্রীয় সংসদের বর্ধিত সভা ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
আগামী নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মন্তব্যের সমালোচনা এবং বিদেশীদের তৎপরতার সমালোচনা করে বিশ্বব্যাপী প্রচলিত রীতি অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেন ওবায়দুল কাদের।
এসময় ছাত্রলীগের নেতাকর্মীদের টেন্ডারবাজি বা নেতার লেজুড়বৃত্তি না করে মেধাবী নেতৃত্ব বিকাশে কাজ করার আহবান জানান তিনি।
এছাড়া সারাদেশে ছাত্রলীগের কমিটি গঠন শেষ করে আগামী নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি গ্রহণের জন্য তিনি আহবান জানান।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ সভায় কোন একক নেতার দায়ে পুরো কমিটি বাতিল করা যাবে না বলেও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নির্দেশনা দেন।