শিক্ষাখাতে বাজেটে বরাদ্দ কমেছে
টানা পাঁচ বাজেটের তুলনায় প্রকৃত বরাদ্দ কমেছে শিক্ষাখাতে। এ বছর বাজেটের প্রায় সাড়ে ১৬ শতাংশ দেখানো হলেও, তার সোয়া পাঁচ শতাংশই চলে গেছে প্রযুক্তি খাতে। সরকারের যুক্তি হলো, আগের বছরগুলোতে করা বড় বিনিয়োগের ফলাফল পেতেই এবার কিছুটা কমেছে বরাদ্দ। তবে, একে খোঁড়া যুক্তি বলছেন অনেকে। আর বিদ্যুৎ জ্বালানি, সড়ক অবকাঠামো ও রেল খাতে বরাদ্দ বড় আকারে বাড়লেও, ঘুরে ফিরে আলোচনায় বাস্তবায়ন সক্ষমতা।