নবীগঞ্জে পুলিশের ওপেন হাউস ডে
ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি Channel 4TV :
নবীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে গতকাল বুধবার ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমানের সভাপতিত্বে ও উপপরিদর্শক মোঃ জিয়াউর রহমান জিয়া’র সঞ্চালনায় নবীগঞ্জ থানা কমপে¬ক্সে আয়োজিত এ ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডি.আই.জি অফিস সিলেট রেঞ্জ এর পুলিশ সুপার নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) রাসেলুর রহমান রাসেল। বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার কাউন্সিলর এটি.এম সালাম ও সুন্দর আলী, ইউপি সদস্য আবুল কাশেম, উমেদ আলী, আছাব মিয়া, নজরুল ইসলাম, ভুট্রু মিয়া, আওয়ামীলীগ নেতা দিপ্তেন্দু দাশ বিধু প্রমুখ। ওপেন ডে হাউস এ এলাকার স্থানীয় ইউপি সদস্য ও সায়বাদিক নেতৃবৃন্দ এলাকার বিভিন্ন দিক সম্পর্কে পুলিশের সাথে মত বিনিময় করেন। সিলেট রেঞ্জ এর পুলিশ সুপার নুরুল ইসলাম এলাকার যে কোন ধরনের অপরাধ ও অপরাধীদের পুলিশের আওতায় এনে তাদের কে কর্তব্যে সাহায্য সহযোগীতা করার জন্যে বলেন তাছারা বর্তমানে নবীগঞ্জে গত ১মাসে কয়েকটি খুনের কতা উল্যেখ করে বলেন গত ১৪মে নবীগঞ্জের বাউসা ইউনিয়নের কামিরাই গ্রামে ছেলে কর্তৃক মায়ের গলকাটা, ২৯ মে করগাঁও ইউনিয়নের সর্দারপুর গ্রামে পিতার হাতে পুত্রে নিসংশ খুন, ৪জুন আদিত্য বিস্তার নিয়ে নবীগঞ্জ সদর ইউনিয়নে যুবক খুন, এরকম অপরাধ গুলো হচ্ছে বেশির ভাগ এলাকায় শিক্ষার হার কম হওয়ার কারনে। এলাকার সচেতন মহলের প্রতি যে কোন ধরনের অপরাধী তার অপরাধ সংঘঠিত করা পুর্বে তাদের কেউ সে বিষয়ে জানলে আগাম পুলিশ কে জানানোর জন্যে বলেন। তাছারাও ওপেন ডে হাউসে জন-সাধারন তাদের বক্তব্যকালে বর্তমান নবীগঞ্জ শহরের রাজাবাদ পয়েন্ট সংলগ্ন সি.এ.জি স্টেন্ডে জোয়া খেলার বিষয়টি উপস্থাপনা করেন। কানাইপুর গ্রামের সবুর আলী খুনের সাথে জরিতদের গ্রেপ্তারসহ এলাকায় জাতে জোয়া, মাধকসহ যে কোন ধরনের অপরাধ অপরাধীরা যাতে না করতে পারে সে দিকে নজর রাখার জন্যে সচেতন মহলে সু দৃষ্টি কামনা করেন। তাছারাও নবীগঞ্জ রুদ্রগ্রামে রোডে বর্তমানে মদ, জোয়া, মাধক, ডাকাতিসহ সর্বপ্রকার অপরাধ যাতে অপরাধরা না করতে পারে সে জন্যে পুলিশের রাত্রী টহল জোরদার করার দাবী জানান এলাকাবাসী।