নবীগঞ্জে সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে শত বছর বয়সের বৃদ্ধ পিতাকে প্রাণে হত্যার উদ্যেশ্যে আক্রমন
ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি Channel 4TV : হবিগঞ্জের নবীগঞ্জে শত বছর বয়সের উর্ধ্বে বয়স্ক পিতাকে বরণ পোষন না করেও সম্পত্তির ভাগবাটোয়ারা চাপ দিচ্ছে পুত্র, পুত্রবধু ও নাতনী। অবশেষে বৃদ্ধকে শারীরীক ভাবে লাঞ্চিত করায় বৃদ্ধ হাজী মোঃ জালাল উদ্দীন নামের এক বৃদ্ধ লোক গতকাল বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত হবিগঞ্জে পুত্রবধু ও নাতনীর বিরোদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জানাযায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বাঘাউড়া গ্রামের হাজী মোঃ জালাল উদ্দীন এর ৪পুত্র ও ৪ কন্যার মধ্যে সবার বড় পুত্র মোঃ শাহাবুদ্দিন প্রকাশ ফারুক মিয়া। তিনি দীঘ ১৯/২০ বছর পূর্ব পিতা- মাতাকে রেখেই অন্য স্থানে পৃথকভাবে সংসার করে আসছে। এরই মধ্যে সে প্রবাস (লন্ডন) রুজিরোজগার করে তার স্ত্রী পরিবার নিয়ে দিন কাটাচ্ছে। সম্প্রতি সময়ে ফারুক মিয়া লন্ডন থেকে দেশে এসে তার বৃব্ধ পিতা হাজী মোঃ জালাল উদ্দীনকে সম্পত্তির ভাগবাটোয়ারা করে দিতে চাপ প্রয়োগ করে। এতে তিনি তার কথায় অনিহা প্রকাশ করায় পিতা ও পুত্রের মধ্যে বিরোদ্ধের সৃষ্টি হয়। এক পর্যায়ে বৃদ্ধ পিতার উপর চলে আসে অমানুষিক অত্যাচার ও নির্যাতন। বৃদ্ধ জালাল উদ্দীন কোন উপায় না পেয়ে বৃব্ধ জালাল উদ্দীন হবিগঞ্জ আদালতে ১৩৯/২০১৭ইং মামলা দায়ের করেন। কিন্তু পুত্র ফারুক মিয়া ও তার স্ত্রী কোন মুর্হুতে সম্পত্তির বাটোয়ারা থেকে একটুও পিছ পা হয়নি। ইদানিং পুত্র ফারুকের স্ত্রী মোছাঃ জাহানারা বেগম ও নাতনী জেনী বেগম প্রবাস (লন্ডন) থেকে দেশে এসে পূর্বের ন্যায় সম্পত্তির ভাগবাটোয়ার জন্য চাপ প্রয়োগ করে। এতে তিনি পূর্বের ন্যায় অপারগতা প্রকাশ করলে পুত্রবধু জাহানারা, নাতনী জেনী ও আরো ৪/৫জন অজ্ঞাত ব্যক্তি নিয়ে তারা এক জোট হয়ে গত ১২ই জুন সোমবার বিকালে বৃব্ধ জালাল উদ্দীনকে প্রাণে হত্যার জন্য ঘরে প্রবেশ করে চালায় নানান অত্মাচার ও নির্যাতন। এক পর্যায়ে তারা বৃদ্ধ জালাল উদ্দীনকে গলা টিপে ধরে। বৃব্ধের আত্ম চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাকে রক্ষা করেন। এ ঘটনায় গত বুধবার পুত্রবধু জাহানারা বেগম, যুবতি নাতনী জেনী বেগম ও আরো ৪/৫জনকে অজ্ঞাত রেখে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত হবিগঞ্জে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সরেজমিন প্রতিবেদন দিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম আতাউর রহমানকে নির্দেশ দিয়েছেন। শত বছরের উর্ধ্বে বয়স্ক বৃব্ধ জালাল উদ্দীকে পুত্র, পুত্রবধু ও নাতনী মিলে সম্পত্তি ভাগবাটোয়ারা জের ধরে মারপিটের ঘটনায় এলাকায় মূখরোচক সমালোচনা পাশাপাশি ক্ষোভ দেখা দিয়েছে সচেতন মহলের লোকজনদের মধ্যে। এ ঘটনায় জীবনের নিরাপত্তাহীনতায় ভোগছেন মামলার বাদী বৃব্ধ জালাল উদ্দীন ও পরিবারের লোকজন। যে কোন সময় ঐ আসামীরা বৃব্ধকে প্রাণে হত্যা করে ঘুম করতে পারে বলে আশংখা করছেন বৃদ্ধ জালাল উদ্দীন।