২২ জুন নৌপথে ঈদযাত্রার অগ্রিম টিকেট বিতরণ শুরু
আসন্ন পবিত্র ঈদুল-ফিতরকে সামনে রেখে আগামী ২২ জুন থেকে বিআইডব্লিউটি’র বিশেষ সার্ভিসের অগ্রিম টিকেট বিতরণ শুরু হবে।
বিআইডব্লিউটি সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে বিআইডব্লিউটি’র মোট ৬টি জাহাজ রাজধানী ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে যাত্রী পরিবহন করবে। নিয়মিত ৪টি জাহাজের পাশাপাশি এ বছর আরও ২টি জাহাজ ঈদের এ বিশেষ সার্ভিসে যোগ করা হবে।
ঢাকা-বরিশাল এবং ঢাকা-বরিশাল-মোরেলগঞ্জ রুটে চলাচল করবে এসব জাহাজ। জাহাজগুলো হলো- পিএস মাহ্সুদ, পিএস অস্ট্রিচ, পিএস লেপচা, পিএস টার্ন, এমভি মধুমতি এবং এমভি বাঙ্গালী।
গতকাল ১৫ জুন অন-লাইনের মাধ্যমে অগ্রিম টিকেটের আবেদন নেয়া শুরু হয়েছে। আগামী ২২ জুন থেকে শুরু হবে অগ্রিম টিকেট বিক্রি এবং একই সাথে ঈদ স্পেশাল সার্ভিসও শুরু করবে বিআইডব্লিউটি।