জীবনের তাগিদে বছর চারেক আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় আসেন জোনাকি। চাকরি নেন একটি পোশাক কারখানায়। স্বামী ও দুই মেয়ে নিয়ে ভালই চলছিল সংসার।
সম্প্রতি নিত্যপণ্যের দাম বাড়ায়, ছন্দপতন ঘটে জোনাকির সংসারে। ছয় মাসের ব্যবধানে শুধু চালের জন্য ব্যয় বেড়েছে প্রায় তেরশ টাকা।
শুধু জোনাকি নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পোশাক শ্রমিক ও নিম্ন আয়ের মানুষদের গল্পটাও এমনি।
আশুলিয়ার সবচেয়ে বড় দুই চালের বাজার বলিভদ্র ও পল্লি বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ছয় মাসে শুধু চালের দাম বেড়েছে প্রায় পঞ্চাশ শতাংশ। এরমধ্যে গরীবের মোটা চালের দাম বেড়েছে সবচেয়ে বেশী।
টিসিবি ও ওএমএসের মতো প্রকল্প শ্রমিকদের ক্ষেত্রে তেমন কাজে আসছে না। তাই তাদের জন্য আলাদা রেশন ব্যবস্থা চালুর দাবি, একজন শ্রমিক নেতার।
চালের মতো নিত্যপণ্যের দাম আয়ত্তের মধ্যে রাখার দাবি নিম্ন আয়ের মানুষের।
দাম বৃদ্ধি চালের : নিম্ন আয়ের মানুষের মাসিক খরচে হাজার টাকার চাপ
চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায়, জীবনমানের আরও অবনতি হয়েছে, নিম্ন আয়ের মানুষের। সাভার-আশুলিয়ার পোশাক শ্রমিকরা বলছেন, এখন তাদের মাসে খরচ বেড়েছে হাজার টাকার উপরে। এ অবস্থায়, পোশাক শ্রমিকদের জন্য আলাদা রেশন ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন শ্রমিকনেতারা।