প্রধানমন্ত্রী বুঝেছেন বিএনপি ছাড়া নির্বাচন সম্ভব না :ফখরুল
গতবারের মতো আগামী নির্বাচন যে বিএনপিকে ছাড়া সম্ভব হবে না, সেটা বুঝতে পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোটে অংশগ্রহণের ডাক দিয়েছেন বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুইডেন সফরে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের জবাবে শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, 'তিনি সুইডেনে গিয়ে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছেন, খুবই আনন্দের কথা। আপনার মুখ থেকে নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের ডাক এই প্রথম শুনলাম। এতে কিছুটা আনন্দ হয়েছে এই জেনে যে, আপনি বুঝতে পেরেছেন আমাদেরকে ছেড়ে নির্বাচন হবে না।'
বৃহস্পতিবার সুইডেনে প্রবাসী বাংলাদেশীদের এক সংবর্ধনা সভায় ২০১৪ সালের নির্বাচনে ‘না আসার ভুল’ থেকে শিক্ষা নিয়ে বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেওয়ারও আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা।
বিএনপি মহাসচিব প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, 'আমরা নির্বাচনে যেতেই চাই। কিন্তু আপনারা প্রতারণা করে, জনগণকে বিভ্রান্ত করলেন, ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দিয়ে পঞ্চদশ সংশোধনী করলেন। কেয়ারটেকার সরকার ব্যবস্থায় না গিয়ে আবার দলীয় সরকারের অধীনে নির্বাচন আনলেন।'
তিনি সরকারকে একতরফা নির্বাচন করার কৌশল ত্যাগ করার আহ্বান জানিয়ে বলেন, 'এমন সহায়ক নিরপেক্ষ সরকার আনতে হবে যেটা নির্বাচন কমিশনকে সাহায্য করবে। তবেই বিএনপি নির্বাচনে যাবে।'