বিএনপিকে প্রধানমন্ত্রী : নির্বাচনে অংশ না নিয়ে আর ভুল করবেন না,
গত নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছিল, তার পুনরাবৃত্তি না করার জন্য আগামী নির্বাচনে বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশি কমিউনিটির দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তাঁর দলকে সুস্থ রাজনীতির জন্য সঠিক পথে আসার আহ্বান জানাচ্ছি। ২০১৪ সালের নির্বাচনে যে ভুল তাঁরা করেছিলেন, এর পুনরাবৃত্তি করা উচিত নয়। জনগণ যার যার ইচ্ছেমতো ভোট দিবে।’
এসময় প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, ’খালেদা জিয়া মেট্রিক পাস করতে পারেননি। জিয়াউর রহমান কোনোভাবে তা পাস করতে সক্ষম হয়েছিলেন। তাঁদের ছেলেরা কোন শ্রেণি পর্যন্ত পড়েছে, সে বিষয়ে আমি আর কিছু বলতে চাই না, সেটা আপনারাই ভালো জানেন। সুতরাং তাঁদের মান কেমন হবে, সেই বিষয়ে কোন প্রশ্ন থাকার কথা না।’
শেখ হাসিনা বলেন, ‘একটা জিনিস বিএনপি খুব ভালোভাবে আয়ত্ব করেছে আর তা হচ্ছে কি করে সম্পদ লুট করা যায়, কমিশন নেওয়া যায়। দেশের জনগণ ভালো থাকলে খালেদা জিয়া ভালো বোধ করেন না। খালেদা জিয়া ভালো থাকবেন যদি তিনি আবার লুটপাট, হত্যা ও জনগণের সম্পদ ধ্বংস করার সুযোগ পান।’
তিনি বলেন, ’আওয়ামী লীগের নীতি হচ্ছে জনগণকে সাবলম্বী করে তোলা, ভিক্ষা করানো নয়। জাতি হিসেবে আমরা মর্যাদার সঙ্গে বাঁচার স্বপ্ন দেখি।’
সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।