বাংলাদেশ - ভারত, পাকিস্তান, নেপাল থেকেও শান্তিপূর্ণ
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ দেশ হিসেবে তৃতীয় স্থান দখল করে নিয়েছে বাংলাদেশ। অর্থাৎ ভারত, পাকিস্তান, নেপালকে টপকে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশ। বাংলাদেশের ওপরে রয়েছে ভুটান ও শ্রীলঙ্কা।
দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ দেশের খোঁজে এই জরিপ চালিয়েছে সিডনি ভিত্তিক থিংক ট্যাঙ্ক ‘ইনস্টিটিউট ফর ইকনোমিকস অ্যান্ড পিস’ (আইইপি)। সম্প্রতি সংস্থাটি একটি গ্লোবাল পিস ইনডেক্স (জিপিআই) ২০১৭ প্রকাশ করেছে। যেটিতে বাংলাদেশ তৃতীয়তে রয়েছে।
তবে বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে হিসাব করলে ২.০৩৫ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ৮৪তম।
সামাজিক নিশ্চয়তা, নিরাপত্তা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘাতের মাত্রা ও সামরিকীকরণ এবং আরও এরকম ২৩টি নির্দেশক বিবেচনায় রেখে মোট তিন ভাগে বিভক্ত করে বিশ্বের দেশগুলোর শান্তির মাত্রা পরিমাপ করেছে আইইপি।
বরাবরের মতো ইনডেক্সের সবার ওপরে রয়েছে আইসল্যান্ড। ২০০৮ সাল থেকেই এই স্থানটিকে নিজেদের করে নিয়েছে দেশটি।
নিউজিল্যান্ড, পর্তুগাল, অস্ট্রিয়া ও ডেনমার্ক রয়েছে প্রথম স্থানে থাকা আইসল্যান্ডের পরপরই। আর একেবারে তলানিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ও সিরিয়া।
সারাবিশ্বের তালিকার মধ্যে দক্ষিণ এশিয়ার ভুটান বেশ এগিয়ে। তালিকায় ভুটানের অবস্থান ১৩তম। ভুটানের পর রয়েছে শ্রীলঙ্কা (৮০), বাংলাদেশ (৮৪), ভারত (১৩৭), পাকিস্তান (১৫২) ও আফগানিস্তান (১৬২)।