বাবা দিবস উপলক্ষে গুগল-ফেসবুকের আয়োজন
বিশ্ব বাবা দিবস হিসেবে প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার নানাভাবে বাবাকে শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে মেতে ওঠে সবাই। বরাবরের মতো বিশেষ এই উপলক্ষে বিশেষ আয়োজন রেখেছে টেক জায়ান্ট গুগল আর জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক।
গুগল সুন্দর একটি অ্যানিমেটেড ডুডল তৈরি করেছে, আর ফেসবুক রেখেছে কার্ড পাঠানোর ব্যবস্থা।
এ বছর মা দিবসে গুগল তার ডুডল তৈরি করেছিল মা ক্যাকটাস ও তাদের সন্তানদের নিয়ে। তাই তারই ধারাবাহিকতায় বাবা দিবসের ডুডলটিও হয়েছে ওই পরিবারের আরেক সদস্য বাবা ক্যাকটাসকে কেন্দ্র করে।
ফিল্মস্ট্রিপের মতো সাজানো অ্যানিমেটেড ডুডলটিতে রয়েছে একটা ছোট্ট গল্প। সেখানে বাবার সঙ্গে সন্তানদের অন্তরঙ্গতা আর বাবার দায়িত্বের কিছু ছায়া ফুটে উঠেছে। প্রথমে গুগলের হোমপেজে প্লে বাটনযুক্ত একটি ঝাপসা ছবি থাকে। প্লে বাটনে ক্লিক করলে গল্পটি দেখা যায়।
প্রথম দৃশ্যে রয়েছে বাবা ক্যাকটাসের হাস্যোজ্জ্বল ছবি। দ্বিতীয় দৃশ্যে দেখা যায় বাবা ক্যাকটাস তার মেয়েকে আদর করে চুল আঁচড়ে সাজিয়ে দিচ্ছে, যেন তাকে দেখে সবার চোখ জুড়িয়ে যায়। তৃতীয় দৃশ্যে দেখা যায়, ছোট ছেলের সঙ্গে মজা করে বেলুন নিয়ে খেলছে সে।