ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট
রবিউল ইসলাম টঙ্গী : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী ব্রীজ এলাকা থেকে জয়দেবপুর ভোগড়া বাইপাসমোড় পর্যন্ত ১০ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। শনিবারসহ গত কয়েক দিনের প্রবল বর্ষনে মহাসড়কের বিভিন্নস্থানে খানাখন্দের সুষ্টি এবং রাতে মহাসড়কে গাড়ি বিকল হয়ে এ অবস্থায় সৃষ্ট হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা।
পুলিশ ও এলাকাবাসি জানায়, গত কয়েক দিনের প্রবল বর্ষনে মহাসড়কের কুনিয়া মালেকেরবাড়িসহ কয়েকটিস্থানে খানাখন্দের সৃষ্টি হয়ে সে সব স্থানে পানি জমে আছে। এ ছাড়া শনিবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের তারগাছ এলাকায় মালবোঝাই একটি ট্রাক বিকল হয়ে যায়। এতে পর থেকে যানজট শুরু হয়। সকালের দিকে গাড়ির চাপ বেড়ে গেলে যানজট আরো ছড়িয়ে পড়ে এবং তীব্র আকার ধারণ করে।
গাজীপুর সিটি করপোরেশনের গাছা এলাকার বাসিন্দা মিলন্টন খন্দকার জানান, সকালে তিনি গাজীপুর শহরে আসার জন্য বড়বাড়ি থেকে বাসে ওঠেন। যানজটের কবলে পড়ে তিনি প্রায় ৪০ মিনিটে দুই কিলোমিটার পথ অতিক্রম করতে পেরেছেন।
নাওজোড় হাইওয়ে থানার ওসি আব্দুল হাই জানান, কুনিয়া, মালেকেরবাড়ি এলাকায় খানাখন্দ, বাসনসড়ক, ভোগড়া বাইপাস এলাকায় বৃষ্টির পানি জমায় এবং রাতে গাড়ি তারগাছ এলাকায় ট্রাক বিকল ওই মহাসড়কে যানজটের সুষ্টি হয়েছে। সড়ক বিভাগ গর্ত মেরামতের কাজ করছে। এছাড়া হাইওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা যানজট নিরসনে কাজ করছেন। দ্রুতই যানজট সমস্যা নিরসন হবে।