ওবায়দুল কাদের: বিএনপি বহরে হামলা অন্যায় হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার বিমানবন্দর সড়কে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় সাংবাদিকদের সামনে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এই হামলার ঘটনা খতিয়ে দেখা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যে বা যারাই মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা করুক না কেন, সেটা অন্যায়। আওয়ামী লীগ এটা খতিয়ে দেখছে, তদন্ত করে দেখা হচ্ছে।
এই ব্যাপারে চট্টগ্রামের ডিসি-এডিশনাল এসপির সঙ্গে কথা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, খতিয়ে দেখা হচ্ছে।
বিএনপির জন্য পুলিশ পাহারার ব্যবস্থা ছিলো জানিয়ে তিনি বলেন, বিএনপি পুলিশকে সঠিক তথ্য দেয় না। তাদের রাউজান হয়ে যাওয়ার তথ্য ছিল পুলিশের কাছে। পরে তারা বামুনিয়া হয়ে গেছে। পুলিশের কাছে এ তথ্য ছিল না। তথ্য থাকলে পুলিশ ওখানেই পাহারার ব্যবস্থা করত।
উল্লেখ্য, চট্টগ্রামে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের দেখতে যাওয়ার পথে আজ রোববার সকালে হামলার শিকার হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতাকর্মীরা। তাদের গাড়িবহরে লাঠিসোঁটা, রামদা নিয়ে অতর্কিত হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। হামলায় মির্জা ফখরুল, দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বেশ কয়েকজন নেতা আহত হয়েছেন।