LatestsNews
# টঙ্গীতে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান -- ওয়ার্কাস পার্টি# বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নাক গলানো বেমানান-- ওয়ার্কার্স পার্টি# পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসি'র শুভেচ্ছা বিনিময় # টঙ্গীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। # টঙ্গীতে হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেফতার# টঙ্গীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম # গাজীপুরে ফেনসিডিল ও ইনজেকশনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার# গাজীপুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার।# গাজীপুরে সাংবাদিককে হত্যার ষড়যন্ত্র; ছাত্রদল নেতার অডিও ক্লিপ ভাইরাল। # টঙ্গীতে আই এম সি এইচ ডায়াগনোস্টিকস্ এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন। # টঙ্গীতে বিদেশি মদসহ ৭ জন গ্রেপ্তার # টঙ্গীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল# টঙ্গীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু# বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ এসোসিয়েশন ভোলা জেলা শাখার নব নির্বাচিত সভাপতি নাহিদা পারভীন# টঙ্গীতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত# গাজীপুরে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন # পূবাইলে সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন# টঙ্গীতে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
আজ বৃহস্পতিবার| ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ
# মানুষের কথা মানুষের জন্য-এই শ্লোগানে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই (তথ্য,প্রযুক্তি ও বিনোদন ভিওিক ) পূর্ণাঙ্গ IP TV ( CHANNEL 4) - google play store হতে Apps ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।# আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোন সংবাদ নিয়ম কিংবা অনিয়মের তথ্য জানিয়ে আমাদের সহযোগিতা করতে পারেন । আমারা আমাদের প্রচার যোগ্য মাধ্যমে আপনার পাঠানো সংবাদের সত্যতা যাচাই করে যথাযথ নিয়মে সংবাদ প্রচার করতে সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের প্রচারিত সংবাদ দেখতে লগইন করতে পারেন www.channel4bd.com এ (4 Media Limited, অফিস : হিরন টাওয়ার,২০/১-বি, সাতাইশ,শরিফ মার্কেট, টঙ্গী,গাজীপুর ১৭১২। রিপোর্টিং : 01911073607, বিজ্ঞাপন :01715467283। ই-মেইল 4tv.4news@gmail.com)# মানুষের কথা মানুষের-জন্য এই শ্লোগানে বাংলাদেশে আমরাই প্রতিষ্ঠা করতে চাই সংবাদ ভিত্তিক পূর্ণাঙ্গ IP TV CHANNEL 4 - google play store App ডাউনলোড করে মুক্তি যুদ্ধের চেতনায় জাতি গঠনে আমাদের আগ্রজাতরায় সামিল হতে পারেন আপনিও ।

শ্রীপুরে জলাবদ্ধতায় ১’শটি পরিবারের দূর্বিসহ জীবন



শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি Channel 4TV :
গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তার বেগুনবাড়ী এলাকার পানি নিষ্কাষনের কোন ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় বসবাসরত প্রায় ১’শটি পরিবার মানবেতর জীবন যাপন করছে। সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতর পানি ঢুকে পড়ছে। সেই সাথে দীর্ঘদিন যাবৎ আবদ্ধ অবস্থায় পানি জমে বিষাক্ত হয়ে উঠায় চর্মসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা। জলাবদ্ধতা নিরসনে  কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা দীর্ঘদিন যাবৎ জলবদ্ধতা নিরসনে পৌরসভার নিকট ওই এলাকায় ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পানি নিষ্কাশনের দাবি জানিয়ে আসলেও শ্রীপুর পৌরসভায় মেয়র ও কাউন্সিলরের থেকে শুধুই আশ্বাস পেয়েছেন। আর এই আশ্বাসেই বছরের পর বছর কাটিয়ে দুর্বিষহ জীবন যাপন করছে তারা।

জানা যায়, ২০১৬-১৭অর্থবছরে ওই এলাকার জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার জন্য পৌরসভা থেকে প্রায় ১৯লাখ টাকার দরপত্র দেয়া হয়। পরবর্তীতে কাজের পরিধি বেড়ে যাওয়ায় তা ২৫লাখ টাকায় বৃদ্ধি করা হয়। যা কার্যাদেশ পায় চুন্নু এন্ড কোম্পানী। কিন্তু চলতি অর্থবছরের কয়েকদিন বাকী থাকলেও এখনও কাজ শুরুই করেনটি সংশ্লিষ্ট ঠিকাদার। ফলে কাজের ভবিষ্যত ও জলাবব্ধতা নিরসন নিয়ে সংশয়ের সৃষ্টি হচ্ছে।

স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন বলেন, সারাদেশে যখন উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে তখন পৌর কর্তৃপক্ষের অবহেলায় আমরা জলাবদ্ধতায় পড়ে রয়েছি বছরে পর বছর। কোথাও আবেদন করে ফল পাচ্ছি না।

অপর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক বলেন, আমরা পৌরসভার যাবতীয় ট্যাক্স পরিশোধ করলেও পৌরসভা থেকে আমরা কোন সুযোগ সুবিধা পাচ্ছি না। উপজেলা প্রকৌশলীর কাছে গেলে বলে এটা পৌরসভার কাজ। পৌরসভা দেয় আশ্বাস।

শ্রীপুর বীর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ইয়াসমিন বলেন, আমার বাড়ীতে প্রায় ৮টি রুম ভাড়া দেয়া আছে। জলাবদ্ধতার কারণে ৫টি কক্ষের ভাড়াটিয়া বাড়ী ছেড়ে চলে গেছেন এবং ওই এলাকার প্রায় আশিটি পরিবার জলাবদ্ধতার জন্য দূর্বিসহ জীবন যাপন করছে।

স্থানীয় বাসিন্দা সুজন মিয়া বলেন, এলাকাবাসীর উদ্যোগে পুরো সড়ক জুড়েই একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। ওই সাঁকো ব্যবহার করেই এখন চলাচল করতে হচ্ছে।

গৃহিনী হামিদা আকতার বলেন, দূষিত পানিতে চলাচল করায় পায়ের মধ্যে ফুসকুঁড়ি দেখা দিয়েছে। সেই সাথে বাচ্চাদের নিয়ে দূশ্চিন্তায় রয়েছি।

মুদি দোকানী হোসেন মিয়া বলেন, প্রতিদিন আমার দোকানে প্রায় ৫-৬হাজার টাকার মুদি মালামাল বিক্রি হতো। কিন্তু জলাবদ্ধতার কারণে এখন তার প্রায় শূণ্যে নেমে এসেছে।

বাড়ির মালিক শরিফ আহমেদ বলেন, বাড়ি ভাড়ায় চলে সংসার বাড়ির আশপাশে, ঘরে ভেতর পানি ঢুকে পড়ায় অন্যত্র গিয়ে বাসা ভাড়া নিচ্ছে ভাড়াটিয়ারা।

কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসার ছাত্র আবদুল্লাহ্ বলেন, জলাবদ্ধতার কারণে মাদ্রাসায় যাওয়া আসার সময় কাপড় ভিজে যায়। মাদ্রাসার কাপড় ব্যাগে নিয়ে বাসা থেকে লুঙ্গী পড়ে বের হই। পরে মাদ্রাসায় গিয়ে কাপড় পাল্টাই।

বেগুনবাড়ী এলাকার সিদ্দিক মিয়া বলেন, বেগুনবাড়ী কতটা যে অবহেলিত তা বর্ষার সময় আসলেই বোঝা যায়। ভোটের সময় নানা ধরনের প্রতিশ্রুতি মিললেও পরে প্রতিশ্রুতির বিন্দুমাত্র লক্ষ্য করা যায় না। জলাবদ্ধতা নিরসনে পৌরসভার কাছে আবেদন করে কোন ফল না হওয়ায় বর্ষা মৌসুমে এই এলাকায় চলাচলের জন্য কয়েকটি নৌকার ব্যবস্থা করার দাবি জানাই।

এব্যাপারে মেসার্স চুন্নু এন্ড কোম্পানীর স্বত্বাধিকারী ফরিদ হাসান চুন্নু বলেন, ১৯ লাখ টাকার দরপত্র হওয়ায় পর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সরেজমিন ওই এলাকা পরিদর্শন করে কাজের পরিধি বৃদ্ধি করায় কিছু সময় অতিবাহিত হয়েছে। সেই সাথে বর্ষা শুরু হয়ে যাওয়ায় কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে বর্ষা শেষ হলে দ্রুত কাজ শুরু করা হবে।

পৌরসভার স্থানীয় ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইজ্জত আলী ফকির বলেন, ঠিকাদারের গাফিলতির কারণেই জলাবদ্ধতা নিরসন হয়নি। কার্যাদেশ পাওয়ার পর আমরা একাধিকবার চলতি বর্ষার কথা বিবেচনা করে তাকে কাজ শুরু করার অনুরোধ করেছিলাম। কিন্তু, কাজ না করায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সাময়িক ভাবে, পাইপের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শ্রীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী মোল্ল্যা বলেন, উক্ত কাজের দরপত্র হওয়ার পর জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের জন্য কাজের পরিধি বৃদ্ধি করায় কিছু সময় ব্যয় হয়েছে। তবে ঠিকাদার যদি কাজ শুরু করতে আরো দেরি করে, তাহলে তার কার্যাদেশ বাতিল করে,নতুন কার্যাদেশ দেওয়া হবে।


1