নির্বাচন গ্রহণযোগ্য করতে জাতিসংঘের তাগিদ
আগামী নির্বাচন নিয়ে আগ্রহ বাড়ছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের। এরইমধ্যে গ্রহণযোগ্য নির্বাচনের বার্তা নিয়ে, নির্বাচন কমিশনে যাতায়াত বাড়িয়েছেন তারা। এবার একই বার্তা আসলো, জাতিসংঘর কাছ থেকে। মঙ্গলবার সিইসির সাথে বৈঠকে তারা প্রশ্ন তোলেন, বর্তমান কাঠামোয় সুষ্ঠু আর অবাধ নির্বাচন সম্ভব কিনা। জবাবে ইসি বলছে, এজন্য দরকার সব দলের অংশগ্রহণ।
একাদশ সংসদ নির্বাচনের বছর দেড়েক বাকি থাকলেও, থেমে নেই আলোচনা। ফেব্রুয়ারিতে নতুন কমিশন দায়িত্ব নেয়ার পর, তাদের ওপর চাপ বাড়ছে আর্ন্তজাতিক সম্প্রদায়ের।
গত দুমাসে সিইসির সাথে সাক্ষাৎ করে সুষ্ঠু নির্বাচনের তাগিদ দিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন আর্ন্তজাতিক সংগঠনের প্রতিনিধি ও কূটনীতিকরা। মঙ্গলবার ইসির সাথে বৈঠক করে জাতিসংঘ ও ইউএনডিপির প্রতিনিধি দল।
পরে যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জানান, গণতন্ত্র চর্চায় সবার আগে প্রয়োজন অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন, যা নিয়ে থাকবে না কোনো প্রশ্ন।
জবাবে সিইসি জানিয়েছে, গ্রহণযোগ্য নির্বাচনে দরকার সব রাজনৈতিক দলের অংশগ্রহণ।
বৈঠকে আলোচনা হয়ে একাদশ সংসদ নির্বাচনের কারিগরি সহযোগিতাসহ নানা বিষয়ে। যাতে সাহায্যের আশ্বাস ছিলো দাতাগোষ্ঠীর। তবে, সংবাদ সম্মেলনে ঘুরে ঘিরে আসে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়েও।
নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে, নানা পরামর্শ ছিলো আর্ন্তজাতিক ও দাতা সংস্থাগুলোর।