২৫ জুলাই শুরু বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ
বর্তমান কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করে ভোটার তালিকা হালনাগাদ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে ২৫ জুলাই থেকে ৯ আগস্ট ভোটার তালিকা হালনাগাদ করা হবে।
তিন বছর পর আবারো বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিগত কমিশন আইন থাকার পরও অর্থ বাঁচানোর যুক্তিতে এই প্রক্রিয়া বন্ধ রেখেছিল। সে কারণে অনেকে ভোটার হতে পারেননি বলে বর্তমান কমিশন মনে করছে।
দেশে মোট ভোটার ১০ কোটি ১৯ লাখ। সর্বশেষ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ হয়েছিল ২০১৪ সালে। এরপর ২০১৫ সালে ৩ বছরের তথ্য একবারে নিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়েছিল। মাঝে ২০১৬-তেও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মাঠ পর্যায়ে যায়নি তথ্য সংগ্রহকারীরা।
ভোটার হওয়ার যোগ্য এমন সকল নারী যেন ভোটার হবার সুযোগ পান আর একইসঙ্গে রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে সেদিকে সজাগ থাকছে ইসি।
ভোটার তালিকা হালনাগাদ কাজে প্রচারণার সব কৌশল ব্যবহার করা হবে, বাদ যাবে না সামাজিক যোগাযোগ মাধ্যমও। ৩১ জানুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।