এশিয়ার মধ্যে সর্বোচ্চ দামে চাল বিক্রি হচ্ছে বাংলাদেশে
বিশ্বজুড়েই গত কয়েক মাস ধরে বাড়ছে, চালের দাম। তবে, বাংলাদেশের বাজারকে যেনো ভূতে ধরেছে। ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড। এতে এশিয়ার মধ্যে এখন সর্বোচ্চ দামে চাল বিক্রি হচ্ছে বাংলাদেশে। তাই শিগগিরই পণ্যটির মজুত ও ধান চাষ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খাদ্যপণ্য চাল। প্রতিদিন অন্তত চারশ' কোটি মানুষের পাতে পড়ে এই পণ্য। আর প্রতিটি বাঙালির ভাত ছাড়া যেন চলে না একদিনও। অথচ হুট করেই লাগামহীন চালের বাজার।
বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার হিসাব বলছে, বিশ্বব্যাপি চালের দর বাড়ছে, গত তিন মাস ধরে। এই ধারা বাংলাদেশেই যেন সবচেয়ে বেশি। প্রতিবেশি ভারত কিংবা পাকিস্তানে যেখানে চালের দর ৩৬ টাকা কেজি, সেখানে দেশে তা কিনতে হচ্ছে ১২ টাকা বেশিতে। শুধু উপমহাদেশেই নয়, এশিয়াতে সবচেয়ে বেশি চালের দাম বাংলাদেশেই।
কৃষিবিজ্ঞানী অধ্যাপক আব্দুল হামিদের দাবি, ধান চাষে কৃষকের অনাগ্রহ চালের উৎপাদন কমাচ্ছে। যার প্রভাব পড়ছে বাজারে।
চালের মত নিত্যপণ্যের বাড়তি দামে নাভিশ্বাস উঠছে নিম্ন আয়ের মানুষের। এ অবস্থা মূল্যস্ফীতিকে আরো বাড়াবে বলে মনে করেন অর্থনীতিবিদ এস. কে মুজেরী।