তোফায়েল প্রতিকূল পরিবেশে অর্থমন্ত্রীর পাশে দাঁড়ালেন
২০১৭-১৮ অর্থবছরের বাজেটে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক আরোপ এবং ভ্যাট ইস্যুতে সব জায়গায় সমালোচিত হচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। চলমান সংসদ অধিবেশনেও সাংসদদের তোপের মুখে পরতে হয়েছে তাকে। এমনকি অর্থমন্ত্রীর পদত্যাগেরও দাবি উঠেছে। এমন প্রতিকূল পরিবেশে অর্থমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
২০১৭-১৮ অর্থবছরের বাজেট আলোচনায় জাতীয় সংসদে পরপর দুই দিন সাংসদদের ব্যাপক তোপের মুখে পড়েন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সরকারি এবং বিরোধীদলের সাংসদরা তাকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক বক্তব্য দেন। পরে আজ বুধবার অর্থমন্ত্রীর হয়ে কথা বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগে প্রভাবশালী নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, 'যিনি সম্মানিত তাকে সম্মান দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন। ইনশাআল্লাহ তিনি আরো বাজেট দিবেন।'
গত মঙ্গলবার বিরোধী দলীয় সাংসদ জাতীয় পার্টির জিয়া উদ্দিন আহমেদ বাবলুকে উদ্দেশ্য করে তোফায়েল বলেন ,'বাবলু অত্যন্ত খারাপ ভাষায় অর্থমন্ত্রীর সমালোচনা করেছেন। এটা আমরা তার কাছে আশা করিনি। অর্থমন্ত্রীর বয়স নিয়েও প্রশ্ন তুলেছেন। আমি বলি আপনার নেতা এইচ এম এরশাদতো অর্থমন্ত্রীর চাইতে পাঁচ বছর বড়। কখনো আপনাকে আবার কখনো হাওলাদারকে মহাসচিব বানান।’
তোফায়েল আরো বলেন, 'বাবলু সাহেব আপনি কি করে ভুলে গেলেন তার মামা শ্বশুর ও নেতা এরশাদের বয়স ৮৬ বছর। তাকে যদি পদত্যাগ করতে বলতে পারতেন তাহলে ভালো হতো।' বাবলুর পাশাপাশি কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাংসদ শেখ ফজলুল করিম সেলিম, আবুল কালাম আজাদ, মাহবুব উল আলম হানিফও অর্থমন্ত্রীর সমালোচনা করেন।
কারো নাম উল্লেখ না করে তোফায়েল আহমেদ বলেন, 'আগামী অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপনের আগে মন্ত্রিসভায় পেশ এবং অনুমোদিত হয়েছিল। মন্ত্রীরা সেখানে এ বিষয়ে কথা বলতে পারতেন, সংসদে কেন? এখানে সংসদ সদস্যরা বাজেটের বিষয়ে কথা বলতে পারেন।'
তোফায়েল আহমেদ বলেন, 'বাজেট এখনো পাশ হয়নি, এটা প্রস্তাবিত। সবার আলোচনা গুরুত্ব দেয়া হচ্ছে। আগামী ২৮ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট বিষয়ে তার সমাপনী বক্তব্য দিবেন। আমাদের বিশ্বাস বাজেটটি পাস হলে সকলে প্রশংসা করবে। দেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বাজেট হতে পারে এটি।'