ফ্রান্স প্রেসিডেন্ট আসাদের পদচ্যুতি চায় না
সিরিয়ার চলমান সংকট নিরসনের পরিবর্তে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতি চায় না ফ্রান্স, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এই কথা জানিয়েছেন।
বুধবার এক সাক্ষাৎকারে ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট এই ঘোষনা দিলেন। ইউরোপের জনপ্রিয় দৈনিকগুলোতে প্রেসিডেন্ট ম্যাকরনের এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে।
সেখানে তিনি বলেন, 'এখন থেকে এটাই ফান্সের নীতি। বাশার আল-আসাদ ক্ষমতা থেকে সরে গেলেই যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে তা মোটেও নয়। তা আমি নিশ্চিত, কেননা আমাকে আসাদের বৈধ উত্তরসূরি কেউ দেখাতে পারেনি।'
এই সিদ্ধান্ত তার পূর্বসূরি ফ্রাঁসোয়া ওলাঁদের নীতি-অবস্থানের সম্পূর্ণ বিপরীত। প্রেসিডেন্ট ম্যাকরন সিরিয়ার ব্যাপারে যে অবস্থান নিয়েছেন তা রুশ অবস্থানের মতোই, সেটাই প্রমাণিত হলো ম্যাকরনের এই বক্তব্যে।