বিপণিবিতানগুলোতে শেষ মুহূর্তের কেনাকাটায় উপচেপড়া ভিড়
শেষ মুহূর্তের কেনাকাটায় ক্রেতাদের উপচেপড়া ভিড়ে মুখর শিল্পাঞ্চল সাভার, মাগুরা এবং বরগুনা জেলার অভিজাত বিপণিবিতানগুলো। বরাবরের মতো দাম নিয়ে রয়েছে ক্রেতাদের অভিযোগ। অন্যদিকে বিক্রেতারা বলছেন, ভারতের ভিসা সহজ হওয়ায় ঈদ কেনাকাটায় অনেকেই ছুটছেন সেখানে।
সাভারের পোশাক শ্রমিক তানিয়া, একটু কম দামের আশায় মেয়ের জন্য জামা কিনতে আসেন ফুটপাতে।
শুধু তানিয়া-ই নয়, হাজারো নিম্ন আয়ের মানুষের প্রথম পছন্দ ফুটপাতের ঈদ বাজার। এখানে দরদাম নিয়ে কোন অভিযোগ নেই ক্রেতা বিক্রেতাদের। তবে অভিজাত বিপনীবিতানের বিক্রেতারা বলছেন, ভিসা পদ্ধতি সহজ হওয়ায় ঈদের কেনাকাটায় অনেকেই ছুটছেন প্রতিবেশী দেশে।
এদিকে মাগুরায় বিপনীবিতান গুলোর পাশাপাশি ব্যাস্ততা বেড়েছে দর্জি বাড়িতেও। তবে দাম ও মজুরি বেশি হওয়ায় কিছুটা অখুশী ক্রেতারা।
জমে উঠেছে বরগুনার ঈদ বাজারও। এ জেলায় এবার প্রায় ১শত কোটি টাকার বেচাকেনা হবে জানিয়েছেন এই ব্যবসায়ী নেতা।
ফুটপাত কিংবা অভিজাত বিপনীবিতান, ঈদ ঘিরে সবখানেই জমে উঠেছে শেষ মুহূর্তের কেনাকাটা।