৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিন, দেশের সুপ্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে, বঙ্গবন্ধু এভিনিউয়ে আসেন সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলক উন্মোচন করেন নির্মিতব্য ১০ তলা ভবনের।
পরে বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, ব্যাক্তিগত চাওয়া পাওয়ার কথা না ভেবে, বঙ্গবন্ধুর আদর্শে দেশের সেবা করার।
দেশের সাম্প্রতিক বিভিন্ন উন্নয়নে চিত্র তুলে ধরে উল্লেখ করে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দেয়ার আহ্বান জানান শেখ হাসিনা।
এর আগে সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। এ সময় তার সাথে ছিলেন, দলের কেন্দ্রীয় নেতারা।
আওয়ামী লীগকে আবারো ভোট দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবারো আওয়ামী লীগকে ভোট দিতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিস্থাপন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। এর আগে দলটির ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।