ক্যামেরা নিষিদ্ধ করায় সিএনএনের অভিনব সৃজনশীল কৌশল
কিছু প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউস ক্যামেরা নিষিদ্ধ করায় খবর পরিবেশনে গতকাল শুক্রবার এক সৃজনশীল কৌশল বেছে নিয়েছে মার্কিন টিভি নেটওয়ার্ক সিএনএন। তারা হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে নিজস্ব স্কেচশিল্পী পাঠিয়েছে।
সিএনএনের খবরে জানানো হয়, ক্যামেরা নিষিদ্ধ করায় গতকাল নেটওয়ার্কটি তাদের স্কেচশিল্পী বিল হেনেসিকে হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে পাঠায়।
সিএনএনের সুপ্রিম কোর্ট বিটের নিয়মিত স্কেচশিল্পী বিল হেনেসি। গতকাল বিকেলে তিনি হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি শন স্পাইসারের ব্রিফিংয়ের স্কেচ করেন।
সিএনএন জানায়, বিলের এই স্কেচ শুধু তাদের ব্যবহারের জন্য সংরক্ষিত নয়। অন্য গণমাধ্যমও চাইলে তা ব্যবহার করতে পারে।
সিএনএন বলছে, হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে স্কেচশিল্পী গেছেন সাংবাদিকতার কাজেই । আদালত কক্ষে যেমন সাংবাদিকতার কাজ করেন, হোয়াইট হাউসে তাই করেছেন বিল।