মিডিয়া না এলেও আমাকে আসতেই হবে
প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়েই ঈদে মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে সড়ক পরিদর্শনে যাচ্ছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকাল ১০টায় রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে এ কথা বলেন মন্ত্রী।
এ সময় ‘মন্ত্রীর পরিদর্শনের কারণে ঈদযাত্রায় জনদুর্ভোগ বাড়ে কিনা’ উপস্থিত সাংবাদিকরা এমন প্রশ্ন করলে মন্ত্রী বলেন, আমাকে তো খোঁজ-খবর নিতে হবে। আর ঈদযাত্রায় মানুষের খোঁজ-খবর নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমাকে আসতেই হবে, মিডিয়ার গাড়ি না এলেও আমাকে আসতে হবে।
এ সময় তিনি বলেন, এবার ঈদ যাত্রায় ভোগান্তি কম, মানুষ নির্বিঘ্নে চলছে। কোথাও কোনো জ্যাম নেই।
তবে বিভিন্ন রুটের বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রী বলেন, এটি এখনো আমার দৃষ্টিতে আসেনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
রংপুরে ট্রাক উল্টে প্রাণহানীর ঘটনায় দুঃখপ্রকাশ করে সেতুমন্ত্রী বাস মালিকদের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী না নেওয়ার আহ্বান জানান।